Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় হলদি নদিতে নৌকা বাইচ প্রতিযোগিতা

হলদিয়া রিফাইনারি ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে হলদিয়ায় হলদি নদিতে নৌকা বাইচ প্রতিযোগিতা
 আইওসি(ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন) হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তির অঙ্গ হিসাবে শনিবার  হলদিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হলদিয়ায় এই ধরনের…

 



হলদিয়া রিফাইনারি ৫০ বছর পূর্তি উৎসব উপলক্ষে হলদিয়ায় হলদি নদিতে নৌকা বাইচ প্রতিযোগিতা


 আইওসি(ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন) হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তির অঙ্গ হিসাবে শনিবার  হলদিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হলদিয়ায় এই ধরনের  প্রতিযোগিতা দেখতে হলদিয়ার টাউনশিপে মানুষের ভীড় ছিলো দেখার মতো। হলদিয়া মহকুমা এলাকার ১৫ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিটি নৌকায় মাঝি সহ মোট পাঁচজন করে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। হলদিয়ার টাউনশিপের কৃষ্ণার্জুন ঘাট থেকে প্রতিযোতা শুরু হয় হলদি নদির অপর প্রান্তে নন্দীগ্রামের সপ্তপর্ণী ঘাট থেকে পুনরায় হলদিয়ার টাউনশিপে কৃষ্ণার্জুন ঘাটে শেষ হয়। সমস্ত নিরাপত্তা মেনেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ ১৭ হাজার টাকা এবং দ্বিতীয় ট্রফি সহ ১৬ হাজার, তৃতীয়  ট্রফি সহ ১৫ হাজার টাকা। এর পর  চতুর্থ,পঞ্চম, ষষ্ঠ এই ভাবে শেষে যে নৌকা পৌঁছাবে  সিরিয়াল অনুসারে এক হাজার টাকা করে কম পাবেন।

আজকের এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে নৌকা নম্বর সাত। ক্যাপ্টেন তাপস পড়ুয়া ও তার দল। দ্বিতীয়  ছয় নম্বর নৌকা,ক্যাপ্টেন বিকাশ মন্ডল ও তার দল, তৃতীয় ১১ নম্বর নৌকা,ক্যাপ্টেন অনুপ প্রামানিক ও তার দল।এদিন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য হলদিয়ার মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো।

উপস্থিত ছিলেন, আইওসি রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্ল্যান্ট হেড অতনু সান্যাল, আইওসি পাইপলাইন ডিভিশনের ডিরেক্টর সেনথিল ভেল সহ ডিফাইনারি বিভিন্ন আধিকারিক ও অন্যান্যরা।


No comments