বাগদেবীর আরাধনা ঘিরে মহিষাদলের লক্ষ্যা হাইস্কুল হয়ে উঠল মিলনমেলা ! বাগদেবীর আরাধনায় পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে মহিষাদলের লক্ষ্যা হাইস্কুল। সরস্বতী পুজোয় পড়ুয়া, শিক্ষক, অভিভাবক ও অতিথি সমাগমে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠল মিলনমেলা।…
বাগদেবীর আরাধনা ঘিরে মহিষাদলের লক্ষ্যা হাইস্কুল হয়ে উঠল মিলনমেলা !
বাগদেবীর আরাধনায় পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে দিয়েছে মহিষাদলের লক্ষ্যা হাইস্কুল। সরস্বতী পুজোয় পড়ুয়া, শিক্ষক, অভিভাবক ও অতিথি সমাগমে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠল মিলনমেলা। ইতিহাস, ঐতিহ্য ও পরম্পরার মেলবন্ধন ঘটেছে প্রায় ১৫০ বছরের পুরনো ওই স্কুলে। রবিবার থেকে বুধবার পর্যন্ত চারদিনের সারস্বত উৎসবে মেতেছে পড়ুয়ারা। রাত জেগে কাগজ কেটে ফুলের মালা, আলপনা এঁকে স্কুল প্রাঙ্গণ সাজিয়ে তোলে পড়ুয়ারাই। স্কুল প্রাঙ্গণে এসে পড়ুয়া ও শিক্ষকদের আতিথেয়তায় মুগ্ধ অতিথিরা। নাচ, গান, আবৃত্তি, নাটকে বাগদেবীর বন্দনায় অনুষ্ঠান সাজিয়েছে পড়ুয়ারা। ওই অনুষ্ঠান দেখতে অভিভাবকদের সঙ্গে দল বেঁধে আসছেন গ্রামের মানুষও। স্কুলের সারস্বত উৎসবে যুক্ত হয়েছে প্রাক্তনী সম্মেলন। বুধবার প্রাক্তনী স্পেশাল ডে’তে এবার আমন্ত্রিত পুরনো পড়ুয়ারা।
সরস্বতী পুজোর দিন সকালে পুষ্পাঞ্জলির পর প্রতিমার সঙ্গে সেলফি নেওয়ার রীতিমতো হুড়োহুড়ি পড়ে। লক্ষ্যা হাইস্কুল প্রাঙ্গণ খুবই সাজানো গোছানো। মনীষীদের মূর্তি, অশোক স্তম্ভ, গাছগাছালি ঘেরা পুকুর, বাগান প্রতিটি জায়গাই সরস্বতী পুজোর দিনে হয়ে উঠল সেলফি জোন। স্কুলে আমন্ত্রিত অতিথি ছিলেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ, হলদিয়ার টাটা স্টিল সংস্থার জেনারেল ম্যানেজার মন্টু পাত্র, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রদীপ বেহেরা। অতিথিরা বলেন, গ্রামীণ পরিবেশে সত্যিই একটি আদর্শ স্কুল লক্ষ্যা হাইস্কুল। নিজেদের স্কুল জীবনের সরস্বতী পুজোর সেই পুরনো অনুভূতি আমরা যেন ফিরে পেলাম। স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ী বলেন, সরস্বতী পুজোয় চারদিনের এই সারস্বত উৎসবের পরম্পরা দীর্ঘদিনের। সেই ঐতিহ্য টিকিয়ে রেখে প্রতিবারই আমরা কিছু নতুনত্ব যোগ করি।
বর্তমানে এই স্কুলে ১৯টি বিষয়ে পঠন পাঠন সাফল্যের সঙ্গে চলছে। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫৫০। প্রথাগত শিক্ষার পাশাপাশি, কারিগরিবিদ্যা, এনসিসি, অটল টিংকারিং ল্যাব, রেন ওয়াটার হারভেস্টিং বা বৃষ্টির জল সংরক্ষণ, কিচেন গার্ডেন প্রভৃতি বিষয়গুলি পড়ুয়াদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। খেলাধুলোর ক্ষেত্রে রাজ্য ও জাতীয়স্তরে ছাত্রছাত্রীদের সাফল্য রয়েছে।-নিজস্ব চিত্র
No comments