মাঘ পূর্ণিমা তিথি আলাদা মাহাত্ম্য কি রয়েছে?হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথি আলাদা মাহাত্ম্য রয়েছে এমন এক তিথিতে বহু শুভ কাজ হয়। এই পূর্ণিমা তিথিতে বিশেষত্ব ব্রহ্ম মুহূর্তে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্ন…
মাঘ পূর্ণিমা তিথি আলাদা মাহাত্ম্য কি রয়েছে?
হিন্দু শাস্ত্রে মাঘ পূর্ণিমা তিথি আলাদা মাহাত্ম্য রয়েছে এমন এক তিথিতে বহু শুভ কাজ হয়। এই পূর্ণিমা তিথিতে বিশেষত্ব ব্রহ্ম মুহূর্তে শ্রী হরি বিষ্ণুর নাম জপ করতে করতে অনেকেই গঙ্গা স্নান করেন আর স্নানের পর দান, এই পূর্ণিমা তিথি অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। ১৪৪ বছর পর মহা কুম্ভ পূর্ণ তিথির মাঝে পড়েছে পূর্ণিমা। এই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের মাহাত্ম্য রয়েছে অনেকেই এই বিশেষ পূর্ণিমায় শুভ কাজ করে থাকেন অনেকে বাড়িতেই এই সময় সত্যনারায়ণের পুজো হয়। মহা কুম্ভ পূর্ণ স্নানে অন্যতম দিন এই মার্ঘ পূর্ণিমা। এই মার্ঘ পূর্ণিমা তিথি সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তিথি ২০২৫ সালে কবে পড়েছে।
২০২৫ সালের মাঘ পুলিমা তিথি ১১ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে তবে শাস্ত্র মতে বলা হচ্ছে উদয়া তিথি অনুসারে মাঘ পূর্ণিমা 12 ই ফেব্রুয়ারি পালিত হবে। ১১ই ফেব্রুয়ারি ২০২৫ পড়েছে মঙ্গলবার সেদিন সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে এই তিথি শুরু হচ্ছে। আর সেই তিথি শেষ হবে 12 ফেব্রুয়ারি ২০২৫ অর্থাৎ বুধবার সেই দিন সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে তিথি শেষ হবে উদয় তৃতীয় অনুসারে 12 ফেব্রুয়ারি মাস পূর্ণিমা পালিত হবে।।
মাঘ পূর্ণিমা স্থানের তিথি এ বছর মহা কুম্ভীর চতুর্থ অমৃত সান হতে চলেছে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অমৃত সান গ্রহণের শুভ সময় 12 ই ফেব্রুয়ারি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে শুরু হবে এবং ভোট ছটা দশ মিনিট পর্যন্ত চলবে। এই সময়ে গঙ্গাস্নান করে ভগবান বিষ্ণু বা ভগবান ভোলানাথের আরাধনা করলে জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাবে।
No comments