পুকুরের নিলামের বিজ্ঞপ্তি জারি হয়েছে? কি জানালেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার!
হলদিয়া পৌরসভা এলাকায় প্রায় ১৫টি পুকুরে প্রকাশ্যে নিলাম ডাক দেওয়া হবে। আগামী ১৮ ই ফেব্রুয়ারি বেলা বারোটায় হলদিয়া পৌরসভার প্রশাসনিক নিজস্…
পুকুরের নিলামের বিজ্ঞপ্তি জারি হয়েছে? কি জানালেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার!
হলদিয়া পৌরসভা এলাকায় প্রায় ১৫টি পুকুরে প্রকাশ্যে নিলাম ডাক দেওয়া হবে। আগামী ১৮ ই ফেব্রুয়ারি বেলা বারোটায় হলদিয়া পৌরসভার প্রশাসনিক নিজস্ব ভবনে। পৌর এলাকায় যারা মাছ চাষ করতে আগ্রহী সেই সকল মানুষদের এই ১৫ টি পুকুরে নিলাম অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী। তিনি জানান হলদিয়া পৌরসভা এলাকায় ১৫ টি পুকুর রয়েছে সেই সকল পুকুরে প্রথম পর্যায়ে মাছ চাষের জন্য প্রকাশ্যে নিলাম ডাক দেওয়া হবে । তিনি আরোও বলেন পুকুরের পার্শ্ববর্তী অধিবাসীদের স্বাস্থ্যসম্মতভাবে জল ব্যবহার করতে দিতে স্বত্বাধিকারী বাধ্য থাকিবেন । পুকুরের জল বাসিন্দাদের ব্যবহারের জন্য কোনরূপ ক্ষতি হয়েছে বলে কোন রকম আর্জি বা ক্ষতিপূরণ গ্রাহ্য হবেনা। পুকুরের জল নিষ্কাশন জলের ঔষধ ব্যবহার বা নিষিদ্ধ এমন কোনো দ্রুব্বাদি ব্যবহার করা যাবে না। তিনি আরো বলেন পুকুরের জল স্থানীয় জনসাধারণ স্নান ও গৃহের অন্যান্য কাজের জন্য ব্যবহার করেন, সেহেতু পুকুরের জলস্বচ্ছ নির্মল রাখতে হবে।বিশদ বিবরণ জানার জন্য হলদিয়া পৌরসভার ওয়েবসাইটে দেখার জন্য আহ্বান করলেন।
No comments