মাতৃভাষা দিবস উদযাপনে সুতাহাটা প্রান্তিক কল্যাণ সমিতি
আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন সুতাহাটা আমলাট প্রান্তিক কল্যাণ সমিতি তাদের অষ্টম বর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্ত…
মাতৃভাষা দিবস উদযাপনে সুতাহাটা প্রান্তিক কল্যাণ সমিতি
আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন সুতাহাটা আমলাট প্রান্তিক কল্যাণ সমিতি তাদের অষ্টম বর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন এবং এলাকার মানুষদের সুস্বাস্থ্যের কথা ভেবে স্বাস্থ্য পরীক্ষা সুগার পরীক্ষা দন্ত পরীক্ষা এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির। আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপনে সমবেত সংগীতের মধ্য দিয়ে আজকের এই দিনটি উদযাপিত করলেন প্রান্তিক কল্যাণ সমিতি সমবেত সংগীত পরিবেশন করেন বর্ণপরিচয় এছাড়া সাধারণ দর্শকদের জন্য ছিলেন কুইজ প্রতিযোগিতা সম্বর্ধনা চারা গাছ বিতরণ এবং বিচিত্রা অনুষ্ঠান। আজকের এই গৌরবময় উপস্থিতিতে উপস্থিত ছিলেন এবং সকালে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী উপস্থিত ছিলেন হাজরামোড় মৈত্রী ভূমি সম্পাদক আশীষ কুমার হাজরা, ছিলেন বিশিষ্ট সমাজসেবী কালিপদ ভূঁইয়া, প্রধান শিক্ষক লক্ষ্যা হাই স্কুল দেবাশীষ পাহাড়ি, রঞ্জন মাইতি, সুকুমার শেঠ, মনোরঞ্জন গায়েন ,দীপক দাস, সমর কুমার পন্ডা, সুব্রত পন্ডা, ভূপাল চন্দ্র প্রামাণিক ,জয়দেব পাল, বিজয়কৃষ্ণ দাস, সুশান্ত মন্ডল ,প্রদীপ উত্থাসিনী, শিব শংকর ধাড়া, রঙ্গলাল গুড়িয়া, ঋষিকেশ শুকুল , এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির মুখ্য পর্যবেক্ষক সেখ উসিয়ার আলী, শোভন ফদিকার, সমিতির সম্পাদক কালিপদ মান্না সমিতির যুগ্ম সভাপতি অজয় কুমার পন্ডা অতনু পন্ডা,সঞ্চালনা করেন সংস্থার মুখ্য কার্যনির্বাহী মানুষ ধাড়া।
No comments