জেলায় অধিকাংশ থানার ওসি ও সাব ইন্সপেক্টর এর রদবদল
পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক থানায় ওসি ও সাব-ইন্সপেক্টরদের রদবদল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার ওসি উজ্জ্বল নষ্করকে ওসি পদে মারিশদা থানায় স্থানান্তরিত করা হয়েছে। …
জেলায় অধিকাংশ থানার ওসি ও সাব ইন্সপেক্টর এর রদবদল
পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক থানায় ওসি ও সাব-ইন্সপেক্টরদের রদবদল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার ওসি উজ্জ্বল নষ্করকে ওসি পদে মারিশদা থানায় স্থানান্তরিত করা হয়েছে। আর তার জায়গায় নন্দকুমার থানার ওসি হয়ে রামনগর থেকে আসছেন অমিত দেব।অপরদিকে রামনগর থানার ওসি পদে বদলি হচ্ছেন মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল। এদিকে দুর্গাচক থানার ওসি অর্কদীপ হালদার কে বদলি করা হয়েছে মান্দারমনি কোস্টাল থানায় ওসি দায়িত্ব দেয়া হয়েছে। আর মান্দারমনি ওসি অরিজিত চট্টোপাধ্যায় কে সরানো হয়েছে পাঁশকুড়া থানায়। এদিকে ওসি নয়াচর কোস্টাল থানার দায়িত্বে থাকা প্রতিমা সাহু বাইনকে দুর্গাচক থানার ওসি পদে। এবং তমলুক থানার সাব ইন্সপেক্টর স্বরূপ ঘোষকে নয়াচর থানার ওসি হিসেবে পদোন্নতি করা হয়েছে। এভাবেই জেলা জুড়ে মোট আঠাশ জন এসআই এবং এএসআইয়ের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বদলি রুটিন বদলি বলেই জানা গিয়েছে।
No comments