Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেচেদাবাসীর প্রতিবাদ সভা

মেচেদাবাসীর প্রতিবাদ সভা
আর জি করের নৃশংস ঘটনায় অভয়ার ন্যায় বিচারের দাবীতে আজ "মেচেদা বাসীর "পক্ষ থেকে মেচেদার নেতাজি পল্লীতে নেতাজীর মূর্তির পাদদেশে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় শতাধিক নাগরিকবৃন্দ উপস্থ…

 



মেচেদাবাসীর প্রতিবাদ সভা


আর জি করের নৃশংস ঘটনায় অভয়ার ন্যায় বিচারের দাবীতে আজ "মেচেদা বাসীর "পক্ষ থেকে মেচেদার নেতাজি পল্লীতে নেতাজীর মূর্তির পাদদেশে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় শতাধিক নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলকে জামিন দেওয়ার তীব্র নিন্দা করেন এবং সিবিআই যে পরিকল্পিতভাবে গড়িমসি করে বিচারব্যবস্থাকে বিলম্বিত করে প্রকৃত দোষীদের চিহ্নিতকরণ করছে না, তাতে তারা উদ্বেগ প্রকাশ করেন। এই ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা ২০২৫ সালে ধারাবাহিক যে সমস্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন,তাতে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান। এবং ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে নেতাজি মূর্তির পাদদেশে সবাই শপথ গ্রহণ করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষিকা বীণাপাণি প্রধান,ডাঃ নমিতা গড়াই ,ডাঃ কালিশংকর পাত্র,ডাঃ বিশ্বনাথ পড়িয়া,সিস্টার চৈতালি দিন্ডা,প্রযুক্তিবিদ অশোক ঘাঁটা  প্রমুখ।

No comments