পাঁশকুড়া বনমালী কলেজে ফোর্থ সেমিস্টারের সিলেবাসে ইন্ডিয়ান নলেজ সিস্টেম চালুর প্রতিবাদে ডেপুটেশন
পাঁশকুড়া বনমালী কলেজে জাতীয় শিক্ষানীতি-২০২০ পূর্নাঙ্গভাবে চালু করতে সিলেবাসে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বির…
পাঁশকুড়া বনমালী কলেজে ফোর্থ সেমিস্টারের সিলেবাসে ইন্ডিয়ান নলেজ সিস্টেম চালুর প্রতিবাদে ডেপুটেশন
পাঁশকুড়া বনমালী কলেজে জাতীয় শিক্ষানীতি-২০২০ পূর্নাঙ্গভাবে চালু করতে সিলেবাসে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বিরুদ্ধে ছাত্র সংগঠন AIDSO তীব্র প্রতিবাদ জানিয়ে কলেজের প্রিন্সিপালের কাছে আজ ডেপুটেশন দেয়। ইন্ডিয়ান নলেজের নাম করে সিলেবাসে আনা হচ্ছে প্রাচীন বৈদিক যুগের বিমান,ইন্টারনেট,স্টেম-সেল প্রযুক্তি,প্লাস্টিক সার্জারি যা নাকি এতই উন্নত যে মানুষের ধড়ের ওপর হাতির মাথা স্থাপন করতে পারতো,যেগুলো যথার্থ যুক্তিভিত্তিক বিজ্ঞান চিন্তার বিরোধী। এই কোর্সে জ্যোতিষ শাস্ত্রকে বিজ্ঞান বলে চালু করা হয়েছে,যা শিক্ষার মধ্যে নিয়ে আসবে অন্ধতা, গোঁড়ামি ও কুসংস্কার। যার ফলে ছাত্র-ছাত্রীদের চিন্তাকে বিজ্ঞানমনস্ক করতে বাধা দেবে। তাতে অবৈজ্ঞানিক চিন্তার প্রসার ব্যাপকভাবে ঘটবে । এ প্রসঙ্গে AIDSO পাঁশকুড়া কলেজ কমিটির সভাপতি শুভঙ্কর প্রামানিক বলেন-"আমাদের কলেজে ফোর্থ সেমিস্টারে ইন্ডিয়ান নলেজ সিস্টেম চালু করা হচ্ছে এবং তার জন্য সিলেবাস তৈরি হয়ে গেছে। ইন্ডিয়ান নলেজ সিস্টেম এর মধ্য দিয়ে যেভাবে অপবিজ্ঞানের প্রসার করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করি। এ নিয়ে আমরা যেমন কেন্দ্র-রাজ্য স্তরে আন্দোলন করছি,সেই সঙ্গে কলেজ অভ্যন্তরে প্রতিবাদ জানিয়েছি। এই সিলেবাস বাতিল না করলে আমরা ছাত্র-ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।"
No comments