স্থানীয় বাসিন্দাদের না ডেকে প্রস্তাবিত কারখানার জনশুনানী হল অভিযোগ এলাকার একাংশ৯১কোটি বিনিয়োগে দুটি প্ল্যান পেট্রো কার্বনের শুনানিতে উপস্থিত এডিএম।পেট্রো কার্বন অ্যাণ্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হ…
স্থানীয় বাসিন্দাদের না ডেকে প্রস্তাবিত কারখানার জনশুনানী হল অভিযোগ এলাকার একাংশ
৯১কোটি বিনিয়োগে দুটি প্ল্যান পেট্রো কার্বনের শুনানিতে উপস্থিত এডিএম।পেট্রো কার্বন অ্যাণ্ড কেমিক্যাল লিমিটেডের হাত ধরে নতুন বিনিয়োগ ঘটতে চলেছে হলদিয়া শিল্প তালুকে । গড়ে তোলা হচ্ছে "ইলেকট্রিক্যাল ক্যালসাইণ্ড অ্যানথ্রাসাইট প্ল্যান্ট" এবং "কোলতার ডিসটিলেশন প্ল্যান্ট" । ১৫ একর জায়গা জুড়ে ৯১ কোটি টাকা বিনিয়োগে নতুন দুটি প্ল্যান্ট গড়া হচ্ছে হলদিয়া শিল্প তালুকের বাড়ধান্যঘাটা মৌজায় । রাজ্যে প্রথম এমন কারখানা গড়ে উঠছে । খুশির হাওয়া শিল্প মহলে ।
মেসার্স পেট্রো কার্বন এবং কেমিক্যালস লিমিটেডের নতুন কারখানার জন শুনানি হল হলদিয়ায়। ৭২ হাজার টন ইলেক্ট্রিক্যাল অ্যানথ্রাসাইট কারখানা, যার আনুমানিক ব্যয় প্রায় ৯১ কোটি টাকা। বার্ষিক ৬০০০০০ টন কোলতার উৎপাদন করবে এই কারখানা। এবং পুরানো কার্বন পেস্ট কারখানা পুনর্গঠন প্রকল্প। আজ ২২শে জানুয়ারি এই দুটি কারখানার গড়ে তোলার শুনানি হয় উপস্থিত ছিলেন এটিএম বৈভব চৌধুরী এবং পরিবেশ দপ্তরের আধিকারিক শিশির মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে এলাকার মানুষ শেখ মৈনুদ্দিন অভিযোগ করে বলেন এই শুনানিতে স্থানীয় মানুষদের ডাকা হয়নি হলদিয়া বিধানসভার বাইরে কয়েকটি সংস্থাকে আনা হয়েছিল সে নিয়েও প্রকাশ করলেন এলাকার মানুষজন। এই কারখানাতে মহিলাদের কোন কর্মসংস্থান থাকছেন না। স্থানীয় চক্ষু হাসপাতালে কর্মরত মহিলা তিনি যখন এই কারখানায় কতজন মহিলা কাজ করবেন জানতে চান ?শুনানিতে পরিষ্কার জানিয়ে দিলেন এখানে কোন মহিলাদের কর্ম সংস্থান নেই। আজকের জনশুনানিতে অনেক মহিলায় উপস্থিত ছিলেন তারা জানতো না তাদের জন্য কোন প্রস্তাবিত নতুন কারখানায় কর্মসংস্থান নেই।
No comments