স্টেট ক্যারাটে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুরে এলো ১৪ টি সোনা, ৪ টি রূপা, চারটি ব্রোঞ্জ
২০২৫ জানুয়ারি চলতি মাসে উত্তর দিনাজপুরে ১৮ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছিল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজনে মর্ডান সতোকান ক্যারাটে ডু অ্যাস…
স্টেট ক্যারাটে চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুরে এলো ১৪ টি সোনা, ৪ টি রূপা, চারটি ব্রোঞ্জ
২০২৫ জানুয়ারি চলতি মাসে উত্তর দিনাজপুরে ১৮ ও ১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছিল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজনে মর্ডান সতোকান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন ইন্ডিয়া । এখানে অংশগ্রহণ করেছিল দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আরো বিভিন্ন জেলা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রশিক্ষক বিধান জানার নেতৃত্বে ১১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। কাতা ও কুমিতে বিভাগে ছাত্রছাত্রীরা অর্জন করেছে ১৪ টি সোনা , চারটি রুপো , চারটি ব্রোঞ্জ ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/9L_wGErrISo
তিনি জানান,অংশগ্রহণ করেছিল জহর নবোদয় বিদ্যালয় থেকে সোনামনি দাস অয়ন্তিকা জানা সৃজনী জানা, মহিষাদল গয়েশ্বরী গার্লস হাই স্কুল থেকে স্নেহাশ্রী চক্রবর্তী শ্রেয়া মাঝি নন্দিনী দাস , মেছোগ্রাম ভিএমএস স্কুল থেকে এস কে এমডি রোহিত অরিত্র মাইতি, চৈতন্যপুর শ্রুতি স্কুল থেকে প্রান্তিক চক্রবর্তী, দিশারী পাবলিক স্কুল থেকে অদ্রিজা মাইতি ও অদ্রীক মাইতি মহিষাদল ফ্ল্যাম স্ট্রাইকার্স ক্যারাটে একাডেমীর সমস্ত ছাত্রছাত্রীর জয় লাভে পূর্ব মেদিনীপুর জেলায় আনন্দের জোয়ার ভেসে উঠেছে।
No comments