হলদিয়াতে মিনি ভারত ২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব
সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের উদ্যোগেই শুরু হয়েছিল বিশ্ববাংল…
হলদিয়াতে মিনি ভারত ২১তম বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব
সাহিত্য সংস্কৃতির বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রয়াত তমালিকা পণ্ডা শেঠের উদ্যোগেই শুরু হয়েছিল বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব যার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডঃ লক্ষনচন্দ্র শেঠ। প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠ স্মৃতি বিজড়িত বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার বিশিষ্ট কবি প্রখ্যাত সাহিত্যিকদের আন্তরিক ভালবাসা এবং তাদের উপস্থিতিতেও বাংলা ও বহিঃ বাংলার কবি সাহিত্যিকদের উপস্থিতিতে হলদিয়া বিশ্ববাংলা সাহিত্য সংস্কৃতির উৎসব সাহিত্য সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছে। চলতি মাসে ১৭ থেকে ১৯শে জানুয়ারি বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। সাহিত্য সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব একটি অন্যতম প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিবছর অনুষ্ঠানে শত শত কবি সাহিত্যিকদের বাচিক শিল্পী এবং প্রোটেক্ট শিল্পীদের উপস্থিতিতে সারা বছরের প্রস্তুতি নিয়ে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়ে থাকেন। সাহিত্য ভান্ডার কে পরিপূর্ণ করার জন্য বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি উৎসব হলদিয়া এক্ষেত্রে তার ভূমিকা পালন করে চলেছে সাধ্যমত সংবাদ সাপ্তাহিক আপনজন এবং আই কেয়ার মিলিত উদ্যোগে দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে এমন আয়োজন করে চলেছেন। সামাজিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে প্রকৃতির ও পরিবেশের প্রতি মানুষের যে দায়বদ্ধ তার অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের মনের অন্তরে উন্নত মনের বিকাশের জন্য একমাত্র সাহিত্য সংস্কৃতির চর্চা বৃদ্ধির মধ্য দিয়ে সম্ভব। এই লক্ষ্যকে সামনে রেখে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে সচল রেখেছেন। সুস্থ-সংস্কৃত চর্চার ক্ষেত্রে ১৭ থেকে ১৯শে জানুয়ারি হলদিয়া মিনি ভারত বসবে সেটা সকলের মনের মনিকোঠায় জানতে পেরেছে।
No comments