পেনাল্টিতে বারো গোল? তৃণমূল বিজেপিকে হারিয়ে জিতে গেল সিপিএম!
বামেদের এই জয়ের চেয়ে চর্চা শুরু হয়েছে শিল্প শহরে। তৃণমূল এবং বিজেপি প্রার্থী দিতে না পারায় পেনাল্টিতে জয়ী হলো সিপিএম।বিধানসভা রয়েছে বিজেপির দখলে বিভিন্ন শব্দ পঞ্…
পেনাল্টিতে বারো গোল? তৃণমূল বিজেপিকে হারিয়ে জিতে গেল সিপিএম!
বামেদের এই জয়ের চেয়ে চর্চা শুরু হয়েছে শিল্প শহরে। তৃণমূল এবং বিজেপি প্রার্থী দিতে না পারায় পেনাল্টিতে জয়ী হলো সিপিএম।
বিধানসভা রয়েছে বিজেপির দখলে বিভিন্ন শব্দ পঞ্চায়েত নির্বাচন অধিকাংশ তৃণমূলের দখলে সদ্য লোকসভা নির্বাচন জয়ী হয়েছে বিজেপি বিভিন্ন কারখানার গেট নেতা রয়েছে তৃণমূলের শিল্প শহরে হলদিয়ায় প্রায় নিশ্চিহ্ন সিপিএম।
২০১১ সালে রাজ্যে ক্ষমতা হারিয়েছেন সিপিএম তারপর সময় যত গড়িয়েছে রাজ্যের শক্তি ক্ষয় হয়েছে সিপিএমের। প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি, এরপর বিধানসভা নির্বাচনে জিতেছে তৃণমূল আর এই বাংলাতেই এবার অন্য ছবি প্রার্থী দিতে পারল না তৃণমূল বিজেপি। প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল সিপিআইএম। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর হলদিয়ায় আগামী ২রা মার্চ নির্বাচন হওয়ার কথা। সোমবার মঙ্গলবার নমিনেশন দেওয়ার দিন ধার্য হয়েছিল। নির্ধারিত সময়ে ১৪ জন নমিনেশন দিয়েছেন জানিয়েছেন নির্বাচনে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/AsZz6W_fTsQ
এই ১৪ জনের মধ্যে এক দল তৃণমূল অথবা বিরোধী রাজনৈতিক দল বিজেপির প্রার্থী নয়। বামেদের তরফে দাবি করেছেন সি পি এম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক। তিনি বলেন ১৪ জন প্রার্থী তাদেরই। কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই । অতিরিক্ত দুই প্রার্থী তাদের নাম প্রত্যাহার করে নেবে জানিয়েছেন সিপিএম। আর তার ফলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণার অপেক্ষা। নির্বাচনের সম্ভাবনা না থাকায় স্ক্রুটিনির পরেই জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তিনি আরো বলেন শাসক এবং বিরোধী দল তাদের আচরণে বুঝে গেছে হলদিয়ার মানুষ আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে সিপিএমই সঠিক পথ দেখায়। তাই হলদিয়ার মানুষ তাদেরকেই সমর্থন করবে।
কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন আমাদের গোষ্ঠী দ্বন্দ্ব নয় সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই ১৪ জন প্রার্থী এই কনজিউমার এতটাই দুর্নীতি যে অন্যান্য রাজনৈতিক দল সেখানে যেতেই পারছে না বাম আমল থেকে যাদের সদস্যপদ দেওয়া হয়েছে। এবারে ভোটার তারাই। নতুন করে সদস্যপদ দেওয়ার পরিকল্পনা হয়নি স্বাভাবিকভাবেই সেই সময়কালে যারা সদস্য ছিলেন তাদেরকে নিয়েই এবারে নির্বাচন আমাদের প্রার্থী দেওয়া সম্ভব হয়নি।
No comments