হলদিয়া পৌর এলাকায় হকার্সদের লোন সম্পর্কিত বিষয় নিয়ে সভা করলেন বিভিন্ন ব্যাংকের আধিকারিকগণ!পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ৭-১২ নম্বর ওয়ার্ডের হকার্স লোন যারা নিয়েছিলেন এবং এসএইচজি গ্রুপে মহিলাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয…
হলদিয়া পৌর এলাকায় হকার্সদের লোন সম্পর্কিত বিষয় নিয়ে সভা করলেন বিভিন্ন ব্যাংকের আধিকারিকগণ!
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার ৭-১২ নম্বর ওয়ার্ডের হকার্স লোন যারা নিয়েছিলেন এবং এসএইচজি গ্রুপে মহিলাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে ।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/cr57rAky-YE
আজ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাংকের আধিকারিকগণ। হলদিয়া ভারতীয় স্টেট ব্যাংক পোর্ট ব্রাঞ্চ দুর্গাচক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, জানালেন হলদিয়া পৌরসভার সিটি মিশন ম্যানেজার অনির্বাণ মাইতি।
No comments