Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌষ সংক্রান্তিতে শুরু হলো শালুকখালী রূপনারায়ণ চক গ্রামীণ মেলা এবং স্নান যাত্রা !

পৌষ সংক্রান্তিতে শুরু হলো শালুকখালী রূপনারায়ণ চক গ্রামীণ মেলা এবং স্নান যাত্রা !হলদিয়া মানে শিল্প শহর শিল্প শহরে, নতুন বছরের শুরুতে পৌষ সংক্রান্তি অর্থাৎ পূর্ণ স্নান যাত্রা দিন থেকেই শুরু হয়ে গেল গঙ্গা মেলা ৪৯ তম বর্ষে পদার্পণ…

 



পৌষ সংক্রান্তিতে শুরু হলো শালুকখালী রূপনারায়ণ চক গ্রামীণ মেলা এবং স্নান যাত্রা !

হলদিয়া মানে শিল্প শহর শিল্প শহরে, নতুন বছরের শুরুতে পৌষ সংক্রান্তি অর্থাৎ পূর্ণ স্নান যাত্রা দিন থেকেই শুরু হয়ে গেল গঙ্গা মেলা ৪৯ তম বর্ষে পদার্পণ করল এই মেলা। শালুকখালি ,রূপনারায়ণচক গ্রামীণ মেলা। এই মেলা চলবে দশ দিন ধরে। এই মেলা উপভোগ করার জন্য পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ চলে আসে পুণ্য স্নান যাত্রায়। পূর্ব মেদিনীপুর এর মধ্যে অন্যতম মেলা গঙ্গা মেলা। এই আজকের দিনে বহু মানুষের সমাগম দেখা গেল রূপনারায়নচক শালুকখালীর বুকে, এই মেলা পরিচালনা করে , শালুকখালী রূপনারায়নচক পাথর বেড়িয়া, বানশ্বরচক, গোলাপ চক এবং পার্বতীপুর এই কয়েকটি গ্রাম মিলে মেলা পরিচালনা করে। পূর্ব মেদিনীপুরের মধ্যে এক অন্যতম স্নান যাত্রা হয় । আজ মেলা প্রাঙ্গণে বহু মানুষের সমাগম দেখা যায়। প্রায় ৫০ থেকে ৬০ হাজার মানুষ সমাগম করেছে স্নান যাত্রায়। এই মেলার মূল আকর্ষণ পুষ্প মেলা, কৃষি মেলা। এবং সব থেকে ঐতিহ্যবাহী জিনিস যেটা পুতুল নাচ গ্ৰাম বাংলার মানুষের মন জয় করে।‌ যে সকল পূর্ণার্থী  স্নান যাত্রায় এসেছিল। তাদের জন্য বিনামূল্যে খিচুড়ি প্রসাদ এর সু-ব্যবস্থা ছিল রূপনারায়ণ চক সেবা কমিটির পক্ষ থেকে। বছরের শুরুতে শহর থেকে গ্রাম প্রত্যেকটি মানুষ একত্রিত হয় এই মেলায়। পুলিশের আটোসাটো নিরাপত্তায় পূর্ণ স্নানযাত্রা শুরু হয়েছে। দুর্গাচক এবং সুতাহাটা থানার প্রায় ২০০-৩০০ জন পুলিশ টহল দিচ্ছে এই স্রান যাত্রায়। NDRF এর টিম মজুত আছে এই মেলায়। যাতে কারো বিপদ  না হয়। দূর্গাচক ও সুতাহাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা উপস্থিত থেকে  নজর দারির মধ্যে স্নান যাত্রা করেছে মানুষ জন। প্রতিবছর এই মেলা হয়ে থাকে। 


No comments