Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা নতুন বৎসরে হলদিয়া বাসি নতুন উপহার সেন্ট্রাল বাস স্ট্যান্ড

বাংলা নতুন বৎসরে হলদিয়া বাসি নতুন উপহার সেন্ট্রাল বাস স্ট্যান্ড দীর্ঘ কয়েক বৎসর হলদিয়া বাসির চাহিদা পূরণ করতে চলেছেন বর্তমান সরকার । নতুনভাবে উপহার পাবে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাম আমলে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি করা…

 



বাংলা নতুন বৎসরে হলদিয়া বাসি নতুন উপহার সেন্ট্রাল বাস স্ট্যান্ড 

দীর্ঘ কয়েক বৎসর হলদিয়া বাসির চাহিদা পূরণ করতে চলেছেন বর্তমান সরকার । নতুনভাবে উপহার পাবে হলদিয়া সেন্ট্রাল বাস স্ট্যান্ড বাম আমলে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি করার জন্য রাজার চকে জায়গা অধিগ্রহণ করে ভরাটের কাজ হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার ফলেই সেই জায়গাতে বাসট্যান্ড হলো না পরবর্তীকালে হলদিয়া টাউনশিপে সেন্ট্রাল বাস স্ট্যান্ড করার পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু বর্তমান জায়গাটি হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট হলদিয়া সে কারণেই সেখানে বাস স্ট্যান্ড করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে বর্তমান সরকারের সেই সময়কালের পরিবহনমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী । হলদিয়া বন্দরের কাছ থেকে ৯৯ বছরের হস্তান্তরকারী হলদিয়া পৌরসভা কে হলদিয়া পৌরসভা এবং হল কোটি টাকা খরচ করে এই সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাজ শুরু হয়েছিল। সেই সময়কালে চেয়ারম্যান ছিলেন সুধাংশু মন্ডল যদিও সেই এই প্রকল্পটি ছয় মাসের জন্য শেষ করার কথা জানিয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে প্রায় তিনটি বছর হতে চলল কবে হবে সেই সেন্ট্রাল বাস স্ট্যান্ড কবে উপহার পাবে হলদিয়ার মানুষ  সে নিয়েও দ্বন্দ্বে চলছিল। কিন্তু পৌরসভার পৌর প্রশাসক জানান  বাসস্ট্যান্ডে লাগানো হচ্ছে সোলার প্যান্ট সেই কারণে একটু দেরি হয়েছে তবে আগামী বাংলা নতুন বছরে  এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। 

বাসস্ট্যান্ডের পাশাপাশি অনেক ঝুব্রি তৈরি হয়েছে যদিও রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছিল ওই জুবলি গুলি সরকারি জায়গা যারা বেদখল করে বসে রয়েছে তাদেরকে তুলে দেওয়ার জন্য কিন্তু এখনো কোনো কার্যকরী হয়নি বলে এলাকার মানুষের খুব কারণ বাস স্ট্যান্ড সংলগ্ন ঝুড়ি থাকলেই গাড়ি ঘোরানোর ক্ষেত্রে অনেক সমস্যা হয় সে ক্ষেত্রে সত্যি কি রাজ্য সরকারের কথা অনুযায়ী উচ্ছেদ হবে।

No comments