Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা কংগ্রেসের সহসভাপতি শ্রদ্ধেয় প্রয়াত মদনমোহন জানা প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

জেলা কংগ্রেসের সহসভাপতি শ্রদ্ধেয় প্রয়াত মদনমোহন জানা প্রতি শ্রদ্ধা জ্ঞাপনপূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সহসভাপতি শ্রদ্ধেয় মদনমোহন জানা মহাশয় হৃদরোগে আক্রান্ত হয়ে  তমলুক আস্থা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। গতকাল রাত১২-৩০ না…

 



   জেলা কংগ্রেসের সহসভাপতি শ্রদ্ধেয় প্রয়াত মদনমোহন জানা প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সহসভাপতি শ্রদ্ধেয় মদনমোহন জানা মহাশয় হৃদরোগে আক্রান্ত হয়ে  তমলুক আস্থা নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। গতকাল রাত১২-৩০ নাগাদ উনি ৭৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইহলোক ত্যাগ করার সময় তিনি তার অর্ধাঙ্গিনী দুই পুত্র এক কন্যা এবং নাতি নাতনিদের রেখে গেছেন।

জেলা কংগ্রেস কাৰ্যলয়ে ওনাৱ মৱদেহেৱ উপৱ কংগ্রেসের দলীয় পতাকা সহ মালা দিয়ে যথাযোগ্য মৰ্যাদাৱ সাথে জেলা কংগ্রেসের নেতৃত্বৱা শ্রদ্ধা জ্ঞাপন কৱেন, শ্রদ্ধা জ্ঞাপন কৱেন প্রদেশ কংগ্রেসেৱ সম্পাদক তাপস কুমার মাইতি, জেলা কংগ্রেসের সাধাৱন সম্পাদক বিকাশ কুমার প্রামানিক,জেলা কংগ্রেসের সহ সভাপতি মৃনাল পাল,জেলা কংগ্রেসের সম্পাদক জয়ন্ত চৌধুৱী, জেলা কংগ্রেসের ও বি সি‌ দপ্তরের চেয়ারপার্সন চিন্ময় মণ্ডল,জেলা যুব কংগ্রেসেৱ সহ সভাপতি সামিয়ুৱ ৱহমান , তমলুক সদৱ ব্লক কংগ্রেসের সভাপতি সুৱজিৎ ত্রিপাঠি, মহিলা নেত্রী মৌসুমী ত্রিপাঠী, কংগ্রেস নেতা স্বপন ৱায়, ৱমেন দত্ত, সৌমেন ৱায়, সেক ৱেজায়ুল হসেন (কালু )সহ বহু কংগ্রেসের নেতা কর্মী ও জাতীয়তাবাদী মানুষজন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শোক প্রকাশ করে বলেন, মদনবাবু একজন যোগ্য সংগঠক এবং আদ্যপ্র

No comments