চিন্ময়ী কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদে আজ। হেঁড়িয়া পর্যন্ত পথযাত্রা করেন তার শুভেন্দু অধিকারীবাংলাদেশের চিন্ময়ী কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদে আজ। হেঁড়িয়া পর্যন্ত পথযাত্রা করেন তার শুভেন্দু অধিকারী একদিকে যেমন প্রতিবা…
চিন্ময়ী কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদে আজ। হেঁড়িয়া পর্যন্ত পথযাত্রা করেন তার শুভেন্দু অধিকারী
বাংলাদেশের চিন্ময়ী কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদে আজ। হেঁড়িয়া পর্যন্ত পথযাত্রা করেন তার শুভেন্দু অধিকারী একদিকে যেমন প্রতিবাদ মিছিল অপরদিকে কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের ভোট চলাকালীন এই জায়গায় দাঁড়িয়ে জিহাদিরা হুংকার দিয়েছিল হিন্দু হটাও তা নিয়ে কার্যত রনংদেহি মূর্তি নিলেন শুভেন্দু অধিকারী। এদিন মঞ্চ থেকে তিনি বলেন তাই বাপের বেটা কত ক্ষমতা আছে। এদিন সনাতনীদের জাগ্রত হওয়ার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে প্রত্যেক হিন্দু সনাতনীদের বাড়িতে ধ্বজ লাগানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। বিএসএফ জঙ্গি ঢোকানো প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আগে ৬০০ কিলোমিটার বর্ডার এলাকায় জমি দিক তারপর বড় বড় কথা বলবে। পর্ষদের সেমিস্টার তুলে দেওয়া প্রসঙ্গে বলেন জীবনে চাকরি কেউ পাবে না। বিএসএফকে শত্রু বলে সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আরাবুলের পুলিশি নিরাপত্তাপ্রসঙ্গে তিনি বলেন।
ও পাবেনা কারন ওটা অভিষেক এবং মমতার ব্যাপার। মমতা ব্যানার্জির নিজে মনে করেন আমি ভালো সবাই খারাপ। বিএসএফকে জমি দেয় না এগারোটা ক্যাম্প করতে দেয়নি। মহিলাদের মারধর প্রসঙ্গে তিনি বলেন নিজে মহিলা হয়ে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না তার মুখে আবার বড় বড় কথা । পর্ষদের সেমিস্টার বিষয়ে বলেন চাকরি হবে না মুসলিমদের ওবিসি দিয়েছে হিন্দুদের ওবিসি কেড়ে নিয়েছে। ঘাটার মাস্টার প্ল্যান সম্পর্কে বলেন ৩১ শে ডিসেম্বর চলে গেছে তাই টাটা বাই বাই হয়ে গেছে
No comments