চুরি হয়ে যাওয়া গাড়ি উদ্ধার গ্রেপ্তার ২পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত ভবানীপুর থানা পুলিশের বড় সাফল্য।গত কয়েকদিন আগেই চুরি হয়ে গিয়েছিল রয়েল ইনফিনিড মোটর বাইক। পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া অম্বুজা সিটি সেন্ট…
চুরি হয়ে যাওয়া গাড়ি উদ্ধার গ্রেপ্তার ২
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অন্তর্গত ভবানীপুর থানা পুলিশের বড় সাফল্য।
গত কয়েকদিন আগেই চুরি হয়ে গিয়েছিল রয়েল ইনফিনিড মোটর বাইক। পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া অম্বুজা সিটি সেন্টার মলের সামনে থেকে চুরি হয়ে গিয়েছিল । অভিযোগ দায়ের করেন ভবানীপুর থানায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন অবশেষে মোটর বাইক সহ দুইজনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। তাদেরকে হলদিয়া মহকুমার আদালতে তুললে ৪ (চার) দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। শেখ আনিসুল বয়স ২৭ পিতার নাম শেখ শামসুল তারভেজ । গ্রাম এবং পোস্ট কুমারপুর থানা ভবানীপুর অপর ব্যাক্তি নুর ইসলাম মহম্মদ মল্লিক বয়স ২০ বাবার নাম সাইফুল আলী মল্লিক। গ্রাম ঝিকুরখালি পোস্ট ভূঁইয়ার চক থানা দূর্গাচক পূর্ব মেদিনীপুর উভয়কে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া রয়েল ইনফিনিড সহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় এর আগেও অনেকগুলি গাড়ি চুরির অভিযোগ রয়েছে ভবানীপুর মাইতি মোড় হলদিয়া টাউনশিপ থেকে।
No comments