লোহাগড়া ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
সৈয়দ খায়রুল আলম, নড়াইল,২৫ জানুয়ারি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ…
লোহাগড়া ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
সৈয়দ খায়রুল আলম, নড়াইল,২৫ জানুয়ারি: নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর।
বৃহস্পতিবার (২৩জানুয়ারি) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান গত ০৮/০১/২০২৫ তারিখের আবেদনের প্রেক্ষিতে এ কমিটি অনুমোদন দেন।জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদনের জন্য গত ৮ জানুয়ারী/২০২৫ তারিখে প্রতিষ্ঠানের অধ্যক্ষ যথাযথভাবে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করেন।এর প্রেক্ষিতে গত ২৩ জানুয়ারী/২০২৫ খ্রীঃ বৃহস্পতিবার বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান----২০২৩ নম্বর স্মারকে কমিটির সভাপতি পদে ইতনা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সরদার তানজির হোসেন, সাধারন শিক্ষক সদস্য আরিফুজ্জামা, অভিভাবক সদস্য পদে সাংবাদিক শ.ম. কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার,ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা/২০২৪ এর ধারা ৬৪ অনুসারে ৬ মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানান ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার।
সদ্য অনুমোদিত কমিটির সভাপতি পদে ইতনা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সরদার তানজির হোসেন টেলিফোনে বিশিষ্ট মানবিক সাংবাদিক সৈয়দ খায়রুল আলমকে জানান এলাকার সবাইকে সঙ্গে নিয়ে স্কুলে শিক্ষার পরিবেশ উন্নয়নে একযোগে কাজ করে শিক্ষার মানোন্নয়নে ভুমিকা রাখতেই আমার প্রথম চ্যালেঞ্জ, তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
No comments