Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চলতি রবি মরশুমে বাংলা 'শস্য বীমা'র ফর্ম জমা দেওয়ার তারিখ এক মাস বাড়ানোর দাবী

চলতি রবি মরশুমে বাংলা 'শস্য বীমা'র ফর্ম জমা দেওয়ার তারিখ এক মাস বাড়ানোর দাবী     চলতি রবি মরশুমে বাংলা শষ্য বীমা প্রকল্পে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩১ শে জানুয়ারী। ওই আবেদনপত্র জমা দেওয়ার তারিখ অন্তত একমাস বাড…

 


চলতি রবি মরশুমে বাংলা 'শস্য বীমা'র ফর্ম জমা দেওয়ার তারিখ এক মাস বাড়ানোর দাবী

 

     চলতি রবি মরশুমে বাংলা শষ্য বীমা প্রকল্পে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ ৩১ শে জানুয়ারী। ওই আবেদনপত্র জমা দেওয়ার তারিখ অন্তত একমাস বাড়ানোর দাবী জানিয়ে কৃষকদের সংগঠন 'কৃষক সংগ্রাম পরিষদে'র পক্ষ থেকে আজ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি গত আমন মরশুমে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দেওয়ারও দাবী করা হয়েছে,ওই স্মারকলিপিতে। 

পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক জানান, চলতি মরশুমে এখনো অধিকাংশ জায়গায় ধানের চারা রোপনের কাজ শুরু হয়নি। অন্যদিকে গত খরিফ মরশুমে ক্ষতিগ্রস্ত আমন ধানচাষীরা সবাই এখনো ক্ষতিপূরণের টাকা পাননি।যদিও দ্বিতীয় দফায় টাকা পাঠানো হবে বলে জানা যাচ্ছে কোম্পানীর তরফে,যা এখনো চাষীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়নি। সে কারণে চাষীদের মধ্যে ফর্ম পূরণ করে জমা দেওয়াতে অনীহা লক্ষ্য করা যাচ্ছে। সর্বোপরি বীমা কোম্পানি প্রচারের কাজ তেমনভাবে এখনো শুরু করেনি। 

          ফলস্বরূপ চলতি রবি মরশুমের ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ যাতে অন্তত একমাস বাড়ানো যায় ও অবিলম্বে গত আমন মরশুমের সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা বীমার ক্ষতিপূরণের টাকা পান,সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজ মন্ত্রী মহোদয়কে স্মারকলিপি দেওয়া হয়েছে।

No comments