Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালের সামনে এসইউসিআই অবস্থান ও ডেপুটেশন

নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালের সামনে এসইউসিআই অবস্থান ও ডেপুটেশন
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে উন্নতমানের ওষুধ ও চিকিৎসা পরিষেবা প্রদান,দূষিত স্যালাইন সহ ১৪টি নিম্নমানের ওষুধ নষ্ট করা,হাসপাতালে…

 


নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতালের সামনে এসইউসিআই অবস্থান ও ডেপুটেশন


নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে উন্নতমানের ওষুধ ও চিকিৎসা পরিষেবা প্রদান,দূষিত স্যালাইন সহ ১৪টি নিম্নমানের ওষুধ নষ্ট করা,হাসপাতালে ২৪ ঘন্টা পরীক্ষা,ঔষধের কাউন্টার বাড়ানো,হাসপাতালে নাইট শেল্টার, চিপ ক্যান্টিন চালুর দাবিতে সম্প্রতি নন্দীগ্রাম হাসপাতাল মোড়ে অবস্থান ও সি.এম.ও.এইচ.অফিসে ডেপুটেশন দেয় এস ইউ সি আই(সি)নন্দীগ্রাম লোকাল কমিটি। অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন লোকাল কমিটির সম্পাদক মনোজ কুমার দাস,বিমল মাইতি,প্রলয় খাটুয়া সহ অন্যান্যরা। মনোজ দাস তার বক্তব্যে বলেন, "বার বার জানানোর পরও নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নাইট শেল্টার, চিপ ক্যান্টিন চালু হয়নি |" উনি অভিযোগ করেন "ওই এলাকা দুর্বৃত্তমুক্ত করতে সরকারি উদ্যোগ নেই তাই রোগীর বাড়ির লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। হাসপাতাল সুপার দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে তা পূরণে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

No comments