হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি উদ্যোগে দুদিনের জাতীয় সেমিনার
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-ও শিক্ষার শহর হলদিয়া। হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি উদ্যোগে ফার্মাসিটিক্যাল সায়েন্স এন্ড রিসার্চে ড্রাগ ডেভেলপমেন্টের সাম্প্রতিক প্রবণতা…
হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি উদ্যোগে দুদিনের জাতীয় সেমিনার
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-ও শিক্ষার শহর হলদিয়া। হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি উদ্যোগে ফার্মাসিটিক্যাল সায়েন্স এন্ড রিসার্চে ড্রাগ ডেভেলপমেন্টের সাম্প্রতিক প্রবণতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয় দুদিনের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের উদ্বোধন করেন আই কেয়ার যুগ্ম সচিব সুদীপ্তন শেঠ, হলদিয়া আই কেয়ার সহকারি সচিব ডঃ স্পর্শিতা পণ্ডা এছাড়া বিভিন্ন বক্তাগণ উপস্থিত ছিলেন।
প্রথম দিনে বক্তা হিসেবে ছিলেন ছত্রিশগড়ের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে ডঃ পার্থ প্রতিম রায়। মধ্যপ্রদেশের ইন্দিরা গান্ধী জাতীয় উপজাতি বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ডক্টর ঋষি পালিওয়াল ও ছত্রিশগড়ের গুরু ঘাসিদাস বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক ডঃ জগদীশ সিং।
দ্বিতীয় দিনে সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি রাউকেল্লা থেকে অধ্যাপক ডক্টর গোকনেশ্বর সাহু এবং সলিউশন ফার্মেসী ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা শ্রী পুষ্পেন্দ্র কুমার এই সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারের অন্যতম কনভেনার হলদিয়া ইনস্টিটিউট ফার্মাসি কলেজের অধ্যাপক ডঃ সুমন পট্টনায়ক জানান সেমিনারে দুর্দান্ত সাফল্য হয়েছে। সেমিনারে অংশগ্রহণকারীদের ফার্মাসিটিক্যাল বিজ্ঞান এবং গবেষণার সর্বশেষ অগ্রগতি এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে অমূল্য জ্ঞানের অন্তর্দৃষ্টি প্রদান করেছেন।
No comments