হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
আজ ২৩শে জানুয়ারি যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে হলদিয়া শোধনাগারে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় । শোধনাগার উপনগরী টাউনশিপ ক্লাস্টার ১১ নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট…
হলদিয়া রিফাইনারি উদ্যোগে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
আজ ২৩শে জানুয়ারি যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে হলদিয়া শোধনাগারে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় । শোধনাগার উপনগরী টাউনশিপ ক্লাস্টার ১১ নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন হলদিয়া শোধনাগারের এক্সিকিউটিভ ডাইরেক্টর তথা প্ল্যান্ট হেড অতনু সান্যাল। তিনি কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা রক্ষী বাহিনী (সিআইএসএফ) ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রদর্শিত কুচকাবাজে অভিবাদন গ্রহণ করেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/4r3SlNaeLC0
সুসজ্জিত বিভিন্ন ধরনের ট্যাবলোর মাধ্যমে শোধনাগারের নিরাপত্তা ও অগ্রগতির বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়।
শ্রীসান্যাল ভাষণে ভারতের স্বাধীনতা আন্দোলনে তমলুক তথা মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের কৃতিত্বের কথা তুলে ধরে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান । তিনি হলদিয়া শোধনাগারের সাফল্য ও আগামী দিনে কি কি উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাও ভাষণে তুলে ধরেন।
No comments