দুয়ারে সরকার শিবির পরিদর্শনে প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা দপ্তর!পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে চলছে নবম পর্যায়ে দুয়ারী সরকার গত ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আগামী ১লা …
দুয়ারে সরকার শিবির পরিদর্শনে প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা দপ্তর!
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে চলছে নবম পর্যায়ে দুয়ারী সরকার গত ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে আগামী ১লা ফেব্রুয়ারী পর্যন্ত দুয়ারে সরকার। পূর্ব মেদিনীপুর জেলায় ৭১৫ টি কেন মধ্য দিয়ে দুয়ারে সরকার বিভিন্ন কর্মসূচি প্রত্যেক মানুষের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন
নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে ও শিবিরে আগত জনসাধারণের সাথে কথোপকথনে শ্রী বিনোদ কুমার, আইএএস, প্রধান সচিব, বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।
সঙ্গে রয়েছেন শ্রী সুপ্রভাত চ্যাটার্জী (WBCS exe), মহকুমা শাসক, হলদিয়া ও শ্রীমতি দেবলীনা দাস (WBCS Exe), সমষ্টি উন্নয়ন আধিকারিক, সুতাহাটা সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র সহ-সভাপতি শেখ শাহনাজ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ গণ। সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত গুয়াবেড়্যা অঞ্চল এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পটি পরিদর্শন করেন।
No comments