লাভার্স স্টার সমাজ কল্যাণ দিগন্ত এনজিও ক্লাবের শাশ্বত উৎসব লাভার্স স্টার সমাজ কল্যাণ দিগন্ত এনজিও ক্লাবের শাশ্বত উৎসব ২০২৫ শুরু হবে ২রা ফেব্রুয়ারী থেকে চলবে আগামী ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ…
লাভার্স স্টার সমাজ কল্যাণ দিগন্ত এনজিও ক্লাবের শাশ্বত উৎসব
লাভার্স স্টার সমাজ কল্যাণ দিগন্ত এনজিও ক্লাবের শাশ্বত উৎসব ২০২৫ শুরু হবে ২রা ফেব্রুয়ারী থেকে চলবে আগামী ৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠিত হবে ২রা ফেব্রুয়ারি।৩রা ফেব্রুয়ারি মুক বধির ও অন্ধ শিল্পীর সমন্বয়ে বিচিত্রা অনুষ্ঠান।৩ ঠা ফেব্রুয়ারি বাংলা ব্যান্ড। ৫ই ফেব্রুয়ারি নৃত্যাঙ্গন পরিবেশিত ড্যান্স ট্রুপ ।৬ ফেব্রুয়ারি বিচিত্রা অনুষ্ঠান এভারগ্রিন অর্কেস্ট্রা। এছাড়া থাকছে আর্ট গ্যালারি নিজেদের হাতে আঁকা সব থেকে ভালো নয়টা ছবি নিয়ে অংশগ্রহণ করা যাবে। জানালেন শাশ্বত উৎসব দুর্গাচক লাভার্স স্টার সমাজ কল্যাণ দিগন্ত ক্লাবের সম্পাদক সুশান্ত মাইতি।
No comments