সিপিআইএম পার্টি মেম্বার তৃণমূলের যোগদান
বাড় উত্তর হিংলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন। বাড় উত্তর হিংলী অঞ্চল রোজা লিয়া গার্ডেনে কর্মী সম্মেলনে প্রায় ছয় জন বিরোধী রাজনৈতিক দল সিপি এম থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা…
সিপিআইএম পার্টি মেম্বার তৃণমূলের যোগদান
বাড় উত্তর হিংলী অঞ্চল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন। বাড় উত্তর হিংলী অঞ্চল রোজা লিয়া গার্ডেনে কর্মী সম্মেলনে প্রায় ছয় জন বিরোধী রাজনৈতিক দল সিপি এম থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। সিপিএমের পার্টি মেম্বার রণজিৎ মন্ডল এবং প্রাক্তন পঞ্চায়েত সদস্য শংকর বাগ সহ চারজন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/gHAH1truJa8
আজকের এই সভায় উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস দাস। এই কর্মী সম্মেলনের উদ্বোধন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। চার শতাধিক কর্মী উপস্থিত হয়েছিলেন বিধায়ক বলেন আগামী ২৪ শে জানুয়ারি থেকে দুয়ারে সরকার চলবে সেই দুয়ারে সরকারের এই এলাকার কর্মীরা যাতে কোন দিক থেকে সরকারিভাবে কোন কিছুতে বঞ্চিত না হন সেদিকে নজর দেওয়ার জন্য আবেদন করলেন। বাড় উত্তর হিংলী অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ওহাব আলী এবং মানব মান্না জানালেন বাড় উত্তর হিংলী গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে ঠিকই তারা কাজের থেকে তারা বেশি গোষ্টি দন্দে জড়িয়ে পড়ছে।
No comments