Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

যোগা প্রতিযোগিতায় হলদিয়ায় এল পাঁচ সোনার পদক

যোগা প্রতিযোগিতায় হলদিয়ায় এল পাঁচ সোনার পদক
৫টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক। ২৮ ডিসেম্বর ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সাইপ্রিয়াতে হয় আন্তর্জাতিক এই যোগা প্রতিযোগিতা। তাতে ৫ থেকে ৭…

 




যোগা প্রতিযোগিতায় হলদিয়ায় এল পাঁচ সোনার পদক


৫টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ পদক। ২৮ ডিসেম্বর ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সাইপ্রিয়াতে হয় আন্তর্জাতিক এই যোগা প্রতিযোগিতা। তাতে ৫ থেকে ৭ বছর বালক বিভাগে হলদিয়ার সৌভিক পাল প্রথমস্থান দখল করে সোনার পদক জয় করেছে। ৮ থেকে ৯ বছর বালক বিভাগে দ্বিতীয়স্থান দখল করে রুপো জয় করেছে দেবাঙ্গন দীক্ষিত। ১০ থেকে ১২ বছর বালক বিভাগে সোনা জয় করেছে হলদিয়ার অতনু মাইতি। পাশাপাশি ১০ থেকে ১২ বছর বালিকা বিভাগে পূর্বা মাইতি এবং নীলাক্ষী মাইতি সোনার পদক অর্জন করে নিয়েছে। ১৩ থেকে ১৫ বালিকা বিভাগে সোনা জয় করেছেন হলদিয়ার পূজা মাইতি। অন্যদিকে ১৬ থেকে ১৮ বছর বালক বিভাগে ঋতপ্রভ চট্টোপাধ্যায় অর্জন করেছে ব্রোঞ্জ পদক।

No comments