প্রধান শিক্ষক লক্ষ্যা হাইস্কুল" আরম্ভ কহিল ভাই যেথা শেষ হয়সেইখানে পুনরায় আরম্ভ উদয় "
সূর্য উঠেছে তাই ঝলমলে রোদ এই আলো যেন আনে তরতা…
প্রধান শিক্ষক লক্ষ্যা হাইস্কুল
" আরম্ভ কহিল ভাই
যেথা শেষ হয়
সেইখানে পুনরায়
আরম্ভ উদয় "
সূর্য উঠেছে তাই
ঝলমলে রোদ
এই আলো যেন আনে
তরতাজা বোধ ।
শান্তির ছোঁয়া থাক
সকলের ঘরে
শুদ্ধ ভাবনা হোক
সব অন্তরে ---
কখনও ভুলিনা যেন
পৃথিবী সবার -
তখনই পূর্ণ হবে
আনন্দ আধার
নতুন বছর জাগো
নব আহ্বানে
আশ্বাস মন্দ্রিত
নন্দিত প্রাণে ।।
No comments