Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব শুরু হল হলদিয়া টাউনশিপে

পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব শুরু হল হলদিয়া টাউনশিপে । ১৪ এবং ১৫ জানুয়ারি এই পিঠে পুলি উৎসবের আয়োজন করেছে হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম । প্রথম দিন মঙ্গলবার হলদিয়ার বিভিন্ন এলাকার স্কুলের ছাত্র ছাত্রীরা তাঁদের তৈরি না…

 



 পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসব শুরু হল হলদিয়া টাউনশিপে । ১৪ এবং ১৫ জানুয়ারি এই পিঠে পুলি উৎসবের আয়োজন করেছে হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম । প্রথম দিন মঙ্গলবার হলদিয়ার বিভিন্ন এলাকার স্কুলের ছাত্র ছাত্রীরা তাঁদের তৈরি নানা ধরনের পিঠে উপস্থাপন করেন । প্রতিযোগিতা মূলক এই উপস্থাপনায় প্রথম হয়েছে স্থানীয় রামগোপালচক হাইস্কুল, দ্বিতীয় হয়েছে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় এবং তৃতীয় স্থান দখল করেছে রঘুনাথপুর জুনিয়র হাইস্কুল । হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন । উপস্থিত ছিলেন হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সচিব স্বামী বিবেকাত্মা মহারাজ প্রমুখ । স্কুল ভিত্তিক এই পিঠে পুলি প্রতিযোগিতা ঘিরে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ ছিল চরমে

No comments