মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে পরমাণ্ন তুলে দিলেন আজ পর সংক্রান্তি গঙ্গাসাগর এবং কুম্ভ মেলার মহাস্নান সকাল থেকে শুরু হয়েছে যারা যেতে পারেননি শিল্প শহর হলদিয়া পৃষ্ঠার জুনঘাট সহ হলদিয়ার বিভিন্ন ঘাটে সানলেন মকর সংক্রান্তিতে স্নান করত…
মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে পরমাণ্ন তুলে দিলেন
আজ পর সংক্রান্তি গঙ্গাসাগর এবং কুম্ভ মেলার মহাস্নান সকাল থেকে শুরু হয়েছে যারা যেতে পারেননি শিল্প শহর হলদিয়া পৃষ্ঠার জুনঘাট সহ হলদিয়ার বিভিন্ন ঘাটে সানলেন মকর সংক্রান্তিতে স্নান করতে এসেছিলেন তাদের পরমাণু তুলে দিলেন হলদিয়া নাগরিক সমাজ সকলকে শুভেচ্ছা জানালেন চন্দন প্রামাণিক।
হলদিয়া পরমান্য দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে গেরুয়া শিবিরের নেতৃত্বদের উদ্যোগে এই মূলত পরমান্য বিতরণ হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারীর ছবি লাগানো রয়েছে ভারতীয় জনতা পার্টি আইকন যে কোন কর্মসূচি হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেতৃত্বদের ছবি থাকে কিন্তু সেখানে আজকের এই প্রোগ্রামে কেবলমাত্র এলাকার মানুষদের শুভেচ্ছা জানাচ্ছেন কর্মসূচিতে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে সেই নিয়েও বিজেপি কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
No comments