একাদশ শ্রেণীর ছাত্রী ছু*রি কাহত? এলাকায় নিরাপত্তার দাবি- প্রাক্তন কাউন্সিলর
হলদিয়া ক্ষুদিরাম নগরে ছুরির আঘাতে একাদশ শ্রেণীর এক ছাত্রী গুরুতর জখম হয়। আতঙ্ক ছড়ায় এলাকায়। সূত্রে জানা গিয়েছে গত ১৫ দিন ধরেই চারটি ঘটনা ঘটেছে। প্র…
একাদশ শ্রেণীর ছাত্রী ছু*রি কাহত? এলাকায় নিরাপত্তার দাবি- প্রাক্তন কাউন্সিলর
হলদিয়া ক্ষুদিরাম নগরে ছুরির আঘাতে একাদশ শ্রেণীর এক ছাত্রী গুরুতর জখম হয়। আতঙ্ক ছড়ায় এলাকায়। সূত্রে জানা গিয়েছে গত ১৫ দিন ধরেই চারটি ঘটনা ঘটেছে। প্রথম দুইটি ঘটনা তিন জন বিবাহিত মহিলা এবং জন বয়স্ক মহিলা জখম হয়েছেন। তবে তাদের আঘাত তেমন গুরুত্ব না হওয়া হইচই হয়নি। স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা হয়েছে তারা ভয়ে কেউ পুলিশের অভিযোগ করেননি। ওই ছাত্রী জখম হওয়ার পরেই একাধিক মহিলা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। তবে তারা কেউ মুখ খুলতে চাননি। একাদশ শ্রেণির ওই ছাত্রী জখম হয় রেল কারখানার পাশে নির্জন রাস্তায়। টিউশান পড়ে বাড়ি ফেরার সময় ছুরির আঘাতে আহত একাদশ শ্রেণির ওই ছাত্রী। জখম ওই পড়ুয়ার বাড়ি ক্ষুদিরামনগরের হাতিবেড়্যা গ্রামে। রেল কারখানার পাশে নির্জন রাস্তার বাড়ি ফেরার সময় ওই পড়ুয়াকে ছুরি মারে অজ্ঞাত পরিচয় বাইক আরোহী। ছাত্রী কয়েকশো মিটার হেঁটে এসে একটি চায়ের দোকানের সামনে আর্তনাদ করে রাস্তায় লুটিয়ে পড়ে, লোকজন আসার আগেই অবশ্য বাইক চালক পালিয়ে যায়। স্থানীয়রা ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিসিরায় হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর শরীরের ডান দিকে পেটের গভীর ক্ষত হয়েছে। শীতের পোশাক থাকায় বেঁচে গেছেন। ঐ ছাত্রীর ছোট অপারেশন হয়েছে ছাত্রীর বাবা পেশায় একটি টোটো চালক। হলদিয় থানার পুলিশ তদন্তে নেমেছে। হলদিয়া থানায় ছাত্রীর ছুরি মারার ঘটনা নিয়ে অভিযোগ হয়েছে ।এলাকার প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল বলেন ক্ষুদিরাম নগর থেকে রেল কারখানার পাশে যাতায়াতের সময় প্রায় আক্রান্ত হচ্ছে মহিলারা। দুষ্কৃতীরা মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়। ইদানিং ছুরি মারার ঘটনা শুরু হয়েছে। ওই এলাকায় স্ট্রীট লাইট না থাকায় দুষ্কৃতীদের দৌরাত্ব বেড়েছে স্থানীয় বাসিন্দারা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি জানিয়েছেন।
No comments