Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎতের দিশা দেখালেন হলদিয়ার জনশিক্ষণ

প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎতের দিশা দেখালেন হলদিয়ার জনশিক্ষণ !
পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া জন শিক্ষন সংস্থানের উদ্যোগে জন শিক্ষন দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে তাদের ভবিষ্যৎ দিশা বিষয়ক একটি অনুষ্ঠানের …

 


প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎতের দিশা দেখালেন হলদিয়ার জনশিক্ষণ !


পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া জন শিক্ষন সংস্থানের উদ্যোগে জন শিক্ষন দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে তাদের ভবিষ্যৎ দিশা বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান টি হয় জেলার কোলাঘাট নিকটবর্তী জামিট্যা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সেমিনার হলে। অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/2gekHomM0fQ

 জন শিক্ষন সংস্থানের মাধ্যমে এখানে বিউটিশিয়ান, টেলারিং, কম্পিউটার ও ইলেকট্রিক টেকনিশিয়ান এই চারটি কোর্সের ট্রেনিং দেওয়া হয়। যারা ট্রেনিং নিয়েছিলেন তাদের মধ্যে অনেকে পার্লারের কাজ করে নিজেদের সংসার চালানোর কাজে সাহায্য করছেন। সূত্রে জানা যায়,কম্পিউটারের কাজ শিখে ১২ জন ব্লক অফিসে সরকারের ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত হয়েছেন। টেইলারিং এর কাজ শিখে অনেকেই মাসে গড়ে ৩ থেকে ৪ হাজার টাকা আয় করে সংসারে ও সমাজে নিজের সম্মান বৃদ্ধি করেছেন। ইলেকট্রিক টেকনিশিয়ান এর কাজ করে অনেকে স্থানীয় কোম্পানির কাজ পেয়েছে। তাদের মধ্যে অনেকে আবার বাড়ি বাড়ি হাউস ওয়ারিং এর কাজ করে মাসে ৫ থেকে ৭ হাজার টাকা আয় করছেন। আজকের সভায় সভাপতিত্ব করেন কারুরই ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান  সিরাজ বাবু। উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলার জেলা শিল্পকেন্দ্রের ম্যানেজার ( মার্কেটিং) শ্রী প্রকাশ বাগ শিক্ষার্থীদের ব্যবসা সংক্রান্ত বিষয়ে এগিয়ে চলার পদ্ধতি ও সহজে লোন পাওয়ার বিষয়ে বিশদভাবে তুলে ধরেন। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন স্কিমে আবেদন করার আহ্বান জানান। জন শিক্ষন সংস্থানের অধিকর্তা শ্রী সুকান্ত বন্দোপাধ্যায় বলেন প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে হবে না। প্রত্যেকেই সফল উদ্যোগপতি হতে হবে। তিনি বলেন নিজেদের চাহিদা ও সেই অনুযায়ী চেষ্টাই সাফল্যের মুল চাবিকাঠি। তিনি ভবিষ্যতে প্রত্যেক শিক্ষার্থীর পাশে থাকার আশ্বাস দেন। সভায় এদিন আরো উপস্থিত ছিলেন কোঅপারেটিভের ম্যানেজার, সেক্রেটারি, সহ জন শিক্ষন সংস্থানের আধিকারিকবৃন্দ। সবার শেষে সফল শিক্ষার্থীদের হাতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শংসাপত্র তুলে দেন। সমস্ত অনুষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্বে ছিলেন কম্পিউটারের শিক্ষক শ্রী অসীম দে। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রশিক্ষণের শিক্ষক ও শিক্ষিকাগন। অনুষ্ঠানে স্থানীয় মানুষের আগ্রহের সাথে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাদের মধ্যে অনেকে আগামী বছরে জন শিক্ষন সংস্থানের প্রশিক্ষণ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। সবাই ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন অমিতাভ বাগ ও অলোক মাইতি।


No comments