Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বেআইনি একটি দোকান ভাঙল ভবানীপুর থানার পুলিশ

বেআইনি একটি দোকান ভাঙল ভবানীপুর থানার পুলিশ
হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দেভোগে বেআইনি একটি দোকান ভাঙল ভবানীপুর থানার পুলিশ।বুধবার সন্ধ্যা নাগাদ দোকানটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে একাধিকব…

 


বেআইনি একটি দোকান ভাঙল ভবানীপুর থানার পুলিশ


হলদিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের দেভোগে বেআইনি একটি দোকান ভাঙল ভবানীপুর থানার পুলিশ।বুধবার সন্ধ্যা নাগাদ দোকানটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে একাধিকবার চিঠি দেওয়ার পরেও অভিযুক্ত দোকানদার দোকান সরিয়ে নেয়নি। পুলিশি ঘেরাটোপে দোকান ভাঙা হয়েছে জানিয়েছে ভবানীপুর থানার আইসি ইমরান মোল্লা।

প্রসঙ্গত হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দোকান বসে রয়েছে ।পথ চলতি মানুষদের সমস্যা হচ্ছে। হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়া উন্নয়ন পর্ষদের সহযোগিতা নিয়ে হলদিয়া সিটি সেন্টার সংলগ্ন অম্বুজা নিউ টিয়া মলের সামনে তৈরি হয়েছিল টেকার স্ট্যান্ড। কিন্তু সন্ধের সময় ঢুকতে পারেনা কোন ট্রেকার অটো টোটো এবং টেকার কে দাঁড়িয়ে থাকতে হয় রাস্তার উপরে। সেখানে সাইকেল মোটরসাইকেল এবং বিভিন্ন খাবারের দোকানে  বসে গিয়েছে। সেই জায়গাতে হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড লাগানো হয়েছে যাতে দোকানগুলি সরিয়ে নেয়া হয় সেখানে থেকে। কিন্তু কোনভাবে কেহ কারণপাত করেননি। হলদিয়া উন্নয়ন পর্ষদের বোর্ড ডাকে নষ্ট করে দেওয়া হয়েছে, সেদিকে ওর নজর নেই প্রশাসনের।  তাহলে উৎসব ভবনের সামনে এই দোকানকে কেন ভাঙ্গা হলো সে নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

প্রশাসন সূত্রের খবর যে সকল দোকানগুলিকে বারবার নোটিশ দিয়ে জানানো হয়েছিল। না শোনার জন্য বাধ্যই ভাঙ্গা হয়েছে। তবে আগামী দিনে যে সকল দোকানকে নোটিশ দেওয়া হয়েছে, তারা অবিলম্বে সরিয়ে না নিলে প্রশাসনিক ভাবে হস্তক্ষেপ করা হবে।

No comments