Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১২৫তম সর্বাধিনায়ক স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন পালন

১২৫তম সর্বাধিনায়ক স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন পালনপূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া হাতিবেড়্যা স্টেশন সংলগ্ন পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া সতীশ পার্কে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের ১২৫ তম জন্মদিবস যথাযথ মর্যাদায…

 


১২৫তম সর্বাধিনায়ক স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন পালন

পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া হাতিবেড়্যা স্টেশন সংলগ্ন পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া সতীশ পার্কে সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের ১২৫ তম জন্মদিবস যথাযথ মর্যাদায় সারম্বরে পালিত হলো। হলদিয়া পৌরসভা এবং সতীশ চন্দ্র সামন্ত স্মারক সমিতির উদ্যোগে ১৫ই ডিসেম্বর। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/2Sj2BUbyKk8

স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন হলদিয়া মহকুমা শাসক তথা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া পৌরসভার ফিন্যান্স অফিসার দুলাল সরকার এবং হলদিয়া পৌরসভার অন্যান্য আধিকারিক বৃন্দ। ছিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল সমাজসেবক রথীন মন্ডল। স্মারক সমিতির সভাপতি ডঃ সুজন কুমার বালা সম্পাদক অসীম কুমার মাইতি কার্যকরী সভাপতি অশোক কুমার আচার্য কোষাধক্ষ্য লুটবিহারী পাত্র উপদেষ্টা মন্ডলীর সদস্য সত্যেন্দ্রনাথ নায়ক বিজয় কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন স্মারক সমিতির সহ-সম্পাদক দুর্গাপদ মিশ্র রঙ্গলাল গুড়িয়া মানস পট্টনায়ক, সীতারাম মন্ডল  প্রমূখ। উদ্বোধন সংগীত পরিবেশন করেন সারদা কয়ার। শিল্প শহরে গাছ লাগানোর বার্তা দিলেন এবং চারা গাছ তুলে দিলেন বৃক্ষ প্রেমী স্কুল শিক্ষক দিলীপ পাত্র।

সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত জীবন আদর্শ ও মেদিনীপুরের গৌরবময় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আলোচনা করেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন এ বছর দশটি স্কুল অংকন প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আগামী দিনে শিল্প এলাকার অন্যান্য স্কুলকে যুক্ত করে এবং শিল্প সংস্থাকে সাথে নিয়ে স্বাধীনতার সংগ্রামী সাধিনায়ক এবং তমলুক লোকসভা কেন্দ্রের  প্রাক্তন সাংসদ হলদিয়ার রূপকার সতীশ চন্দ্র সামন্তের জন্মদিন পালন করা হবে। অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং শিল্প সংস্থার প্রতিনিধি  নিয়ে সতীশ সামন্ত স্মারক সমিতির উদ্যোগে এবছর প্রকাশিত হলো কথামালা। সতীশ সামন্তের উপর কুইজ কবিতা গান প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও স্মারক সমিতির উদ্যোগে প্রকাশিত কথামালা র লেখক কবি সাহিত্যিক প্রাবন্ধিকদের লেখক সম্মাননা প্রদান করা হয়।


 

No comments