Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২২ বছর পূর্তি উৎসবে আবার জেলা ভাগ হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা এবার তৃখণ্ডিত হবে!

রজত জয়ন্তী পূর্তি উৎসবে আবার জেলা ভাগ হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা এবার তৃখণ্ডিত হবে!২০০২ সালে ১ লা জানুয়ারি মেদিনীপুর জেলা দুটি ভাগ হয়ে যায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। জেলা ভাগ হওয়ার আগে লোক সংখ্যা ছিল ৯৭ লক্ষ আয়তনের বি…

 



রজত জয়ন্তী পূর্তি উৎসবে আবার জেলা ভাগ হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা এবার তৃখণ্ডিত হবে!

২০০২ সালে ১ লা জানুয়ারি মেদিনীপুর জেলা দুটি ভাগ হয়ে যায়, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। জেলা ভাগ হওয়ার আগে লোক সংখ্যা ছিল ৯৭ লক্ষ আয়তনের বিচারে এই জেলাটি ছিল ভারতের বৃহত্তম জেলা। বিভাজনের পর অবিভক্ত জেলা মেদিনীপুর সদর, খড়্গপুর, ঝাড়গ্রাম ও ঘাটাল মহকুমারগুলিকে নিয়ে গঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা। অবিভক্ত মেদিনীপুরের সদর মেদিনীপুর এই জেলার সদরে পরিণত হয় । অন্যদিকে তমলুক, কাঁথি ও হলদিয়া মহকুমার গুলিকে নিয়ে গঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলা । এই জেলার সদর শহরের মর্যাদা লাভ করে তমলুক ।সেই সঙ্গে কাঁথি মহকুমারটিকে ভেঙে এগরা মহকুমার গঠন করা হয়। ২০১৭ সালে ৪ঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলাকে পুনরায় বিভক্ত করে নতুন ঝাড়গ্রাম জেলা গঠন হয়।পূর্ব মেদিনীপুর জেলায় চারটি মহকুমা রয়েছে এগরা ,কাঁথি ,তমলুক ,হলদিয়া। শাসক বিরোধী দল সাংগঠনিক পরিচালনা করার জন্য ইতিমধ্যে কাঁথি এবং তমলুককে ভাগ করে নিয়েই কাজ করছে তাহলে কি পূর্ব মেদিনীপুর জেলা আবার নতুন করে ভাগ হতে চলেছে? সামনে রজতজয়ন্তী বর্ষ ২৫ তম পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে চলতি মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দিঘাতে পূর্ব মেদনীপুর সফরে আসার কথা রয়েছে ইতিমধ্যে কাঁথি দীঘা সৈকত শহরকে কোটি টাকা খরচ করে সুন্দর করে সাজানো হয়েছে ভ্রমণপিপাসু মানুষদের জন্য । হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে গেঁওয়া খালি ত্রিবেণী সঙ্গমে তৈরি হয়েছে নতুন রিসোর্ট এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ২৫ বছর পূর্তি উৎসবে তাহলে কি নতুন করে আবার পূর্ব মেদিনীপুর জেলা ভাগ হতে চলেছে। 

তথ্য জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার লোকসভা কাঁথি তমলুক ঘাটালের আংশিক এবং মেদিনীপুরের আংশিক হিসেবে রয়েছে। এই জেলায় ১৬ টি বিধানসভা রয়েছে তমলুক পাঁশকুড়া পূর্ব , পাঁশকুড়া ,ময়না, নন্দকুমার ,মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম , চণ্ডীপুর ,পটাশপুর ,কাঁথি উত্তর ,ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ ,রামনগর এগরা। এই জেলা মোট 4736 বর্গ কিমি অর্থাৎ এক হাজার ৮২৯ বর্গমাইল মোট জনসংখ্যা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার ।পৌর এলাকা রয়েছে তমলুক, হলদিয়া, দীঘা ,কাঁথি, এগরা।

পূর্ব মেদনীপুর জেলায় ২৯ টি থানা রয়েছে যার মধ্যে দুটি মহিলা থানা এবং একটি সাইবার ক্রাইম খানা রয়েছে। তমলুক পাঁশকুড়া ,কোলাঘাট ,নন্দকুমার ,চন্ডিপুর ,ময়না, হলদিয়া, হলদিয়া মহিলা , মহিষাদল, সুতাহাটা ,দুর্গাচক ,নন্দীগ্রাম, ভবানীপুর ,নয়াচর কোস্টাল ,কোন্টাই ,জুনপুট কোস্টাল, রামনগর, মন্দারমনি কোস্টাল, দিঘা, দীঘা মোহনা, ভূপতিনগর, খেজুরি, তালপাটিঘাট কোস্টাল, মারিশদা ,এগরা পটাশপুর ,ভগবানপুর, সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, কন্টাই পুলিশ স্টেশন।

তবে অনেকেই বলছেন পূর্ব মেদিনীপুর জেলা কমিশনার রেট হওয়ার কথা ছিল। ইতিমধ্যে নন্দীগ্রাম বিধানসভা এলাকায় থানা এবং ফাঁড়ি নতুন করে তৈরি হয়েছে। তাহলে পূর্ব মেদিনীপুর জেলা যদি ভাগ হয় তাহলে তিন ভাগে ভাগ হতে পারে। একদিকে পাঁশকুড়া তমলুক নিয়ে তমলুক, এগরা কাঁথি কে নিয়ে কাঁথি জেলা,  এবং নন্দীগ্রাম খেজুরি ও হলদিয়া কে নিয়ে হলদিয়া। এই তিনটি জেলা ঘোষণার অপেক্ষায় রয়েছে? সবটাই জানা যাবে চলতি মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে এলেই। অনেকের মত ছোট ছোট জেলা হলে উন্নয়নের কাজ করতে সুবিধা হবে।

No comments