স্বচ্ছ অভিযানে হলদিয়া পৌরসভায় জনস্বার্থে নাইট সার্ভিস চালু হলোপৌর এলাকায় গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া উদ্যোগ নিয়েছিলেন বিগত পৌর বোর্ড। গত 2022 সালে ৫ ই সেপ্টেম্বর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । সেই সময় থেকে পৌরসভার দায়িত্বে রয়…
স্বচ্ছ অভিযানে হলদিয়া পৌরসভায় জনস্বার্থে নাইট সার্ভিস চালু হলো
পৌর এলাকায় গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া উদ্যোগ নিয়েছিলেন বিগত পৌর বোর্ড। গত 2022 সালে ৫ ই সেপ্টেম্বর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে । সেই সময় থেকে পৌরসভার দায়িত্বে রয়েছেন হলদিয়া মহাকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। হলদিয়া পৌর এলাকায় ময়লা আবর্জনা পৌর এলাকা এবং বাজার পরিষ্কার সকালে করে ওই সকল বজ্র পদার্থ সরিয়ে নিয়ে যাওয়া হত। সকালেই দোকান বসে যায় তাই কবিরা এসে সমস্যায় পড়ে পরিষ্কার করার জন্য হলদিয়া শিল্প শহরে পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ অভিনব ভাবে নিলেন বর্তমান পৌরসভার পৌর প্রশাসক তথা হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়।
পৌর এলাকা সুতাহাটা, দুর্গাচক, গিরিশ মোড়, হাজরা মোড়, চিরঞ্জিবপুর, হলদিয়া টাউনশিপ, ক্ষুদিরাম নগর বিভিন্ন এলাকায় রাত্রিতেই বাজারের আবর্জনা তুলে নেওয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাজার করার উদ্যোগ নিলেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জির নির্দেশে। এই উদ্যোগ গত ১লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় এই দপ্তরের অন্যতম পৌর আধিকারিক চন্দন বেরা জানান গ্রীন হলদিয়া ক্লিন হলদিয়া তৈরি করতে গেলে সকলকেই সামিল হতে হবে পৌরসভার এই অভিনব উদ্যোগে। তিনি জানান বাজারে যে সকল দোকানদাররা এলোমেলো আবর্জনা ফেলে রেখে যান সেগুলো নির্দিষ্ট জায়গায় যাতে ফেলা হয় তাহলে সেই সকল এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আরও সুবিধা হবে, তিনি আরোও বলেন পৌরসভা পৌর প্রশাসকের নির্দেশ মত এই কাজ চলছে আগামী দিনেও যে সকল বাজার এলাকায় চালু হয়নি সেই এলাকা গুলি খুব শীঘ্রই চালু করা হবে। হলদিয়া দূষণমুক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রীন হলদিয়া গ্রিন হলদিয়া করতে গেলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
No comments