নববর্ষকে স্বাগত জানিয়ে অভিনব উদ্যোগ নিলেন সুতাহাটা অভিযান পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের পীঠস্থান সুতাহাটা। সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত অমলাট অভিযান প্রত্যেক বৎসরের মতো এবছর বর্ষ বিদায় এবং বর্ষবরণে শুভক্ষণে …
নববর্ষকে স্বাগত জানিয়ে অভিনব উদ্যোগ নিলেন সুতাহাটা অভিযান
পূর্ব মেদিনীপুর জেলার স্বাধীনতার সংগ্রামের পীঠস্থান সুতাহাটা। সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত অমলাট অভিযান প্রত্যেক বৎসরের মতো এবছর বর্ষ বিদায় এবং বর্ষবরণে শুভক্ষণে দুঃস্থ অসহায় মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের কম্বল বিতরণ কর্মসূচি পালন করলেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/zM8wnBCTsM0
অভিযানের ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন। জীব সেবাই শিব সেবা , এই বাণীকে সামনে রেখে আমরা সুতাহাটা 'অভিযান' ২০২৪ এর বিদায় এবং ২০২৫ এর আগমন পালন করলাম মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এবং দুস্থ মানুষদের কম্বল বিতরণের মধ্য দিয়ে। সারা মাস জুড়ে আমাদের এই মহতী কর্মসূচি চলতে থাকিবে ।সকলের সহযোগিতা প্রার্থনা করছি।
উপস্থিত ছিলে ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী, ক্লাব সম্পাদক শোভন জানা, হিসাব পরীক্ষক শোভন মাইতি, ক্লাব কমিটির সদস্য সুশান্ত ধাড়া, জয়দেব মালাকার, শংকর প্রসাদ মাইতি, দেবাশীষ অধিকারী, সুদীপ মিশ্র । একবার নয় বারবার , আমরা 'অভিযান' অঙ্গীকার বদ্ধ মানুষের পাশে থাকার।
মানবতার সেবায় নিরন্তর পথ চলা আমাদের। সমাজসেবা আমাদের প্রতিজ্ঞা। আমরা আছি মানুষের সাথে, মানুষের পাশে।
No comments