হোটেল থেকে মহিলার দেহ উদ্ধার বর্ষ বিদায় এবং বর্ষ বরণের সময় দীঘার হোটেল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দিঘায়। ঘটনায় জানা যায়, আসানসোল থেকে এসেছিলেন প্রীতি কর, বয়স ১৯, স্বামী প্রীতম ঠ…
হোটেল থেকে মহিলার দেহ উদ্ধার
বর্ষ বিদায় এবং বর্ষ বরণের সময় দীঘার হোটেল থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দিঘায়। ঘটনায় জানা যায়, আসানসোল থেকে এসেছিলেন প্রীতি কর, বয়স ১৯, স্বামী প্রীতম ঠাকুর । তারা উঠেছিলেন নিউ দীঘার একটি হোটেলে। রাত আড়াইটা নাগাদ দিঘার আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেলের একটি রুম থেকে এই মহিলাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহ দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে রাখা হয়েছে।
জানা যায়, পশ্চিম বর্ধমান হিরাপুর থানার বাসিন্দা প্রীতম ঠাকুর তাঁর স্ত্রী প্রীতি করকে নিয়ে উঠেছিলেন নিউ দীঘার একটি হোটেলে। রাত আড়াইটার সময় চিৎকার শুনে হোটেল কর্মীরা গিয়ে দেখেন, এক মহিলা অচৈতন্য অবস্থায় হোটেলের খাটের উপর পড়ে রয়েছেন। নাম প্রীতি কর। তাকে তড়িঘড়ি দীঘা হাসপাতালে নিয়ে আসেন হোটেল কর্মীরা।হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও মৃতার গলায় ফাঁস দেওয়া ছিল বলে জানা গেছে। এই ঘটনায় দীঘা থানার পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য তার স্বামীকে দিঘা থানায় এনেছে। বর্ষ বিদায় ও বর্ষবরণ রাতে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে ছয় মাস আগে প্রীতি এবং প্রিতমের বিয়ে হয়। প্রিতমের ওই এলাকায় একটি সেলুনের দোকান রয়েছে। ইতিমধ্যে ওই মহিলার বাপের বাড়িতে খবর পাঠানো হয়েছে।
No comments