এই প্রথম অল ইন্ডিয়া বেসিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো হলদিয়াতে
পূর্ব মেদিনীপুরের হলদিয়া মানে শিল্প শহর আর সেই শিল্প শহরে এই প্রথম অল ইন্ডিয়া ওপেন USSKFI ফেডারেশন কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ । এখানে শুধু হলদিয়া কিংব…
এই প্রথম অল ইন্ডিয়া বেসিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো হলদিয়াতে
পূর্ব মেদিনীপুরের হলদিয়া মানে শিল্প শহর আর সেই শিল্প শহরে এই প্রথম অল ইন্ডিয়া ওপেন USSKFI ফেডারেশন কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ । এখানে শুধু হলদিয়া কিংবা পূর্ব মেদিনীপুরের রাজ্যের মধ্যে অনুষ্ঠিত হয়নি এই প্রতিযোগিতা । এ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল আমাদের দেশের বিভিন্ন প্রান্তের ক্যারাটে প্রতিযোগী ও প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় বেশির ভাগ দেখা যায় মহিলাদের অংশগ্রহণ করতে প্রায় ৪০০ থেকে ৫০০ জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী হয়। ইউনিভার্সাল স্পোর্টস শটোকান ক্যারাটে ডো ফেডারেশন ভারতে অবস্থিত তার সংগঠনই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন হয় হলদিয়া টাউনশিপে । এখানে দেখা যায় আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, কলকাতা, তাছাড়া বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী এবং প্রতিযোগীনে অংশগ্রহণ করে। মহিলারা বেশি সংখ্যক অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। ক্যারাটে প্রতিযোগিতার প্রতিযোগী এবং প্রতিযোগিনি র অভিভাবকেরা আসেন তাদের ছেলেমেয়েদের নিয়ে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য এটা একটি সেমিনার যা হলদিয়ার বুকে এই প্রথম তারা এই হলদিয়ার বুকে এসে বলেন এরকম একটি প্রতিযোগিতা দরকার ছিল আর হলদিয়ার মধ্যে এমন একটি প্রতিযোগিতা খুবই ভালো লেগেছে এত সুন্দর আয়োজন তারা চাইছে আগামী দিনে যাতে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা করে। এই হলদিয়ার বুকে। এছাড়া উপস্থিত থাকে ক্যারাটে জগতের বিভিন্ন স্বর্ণপ্রাপ্ত খেলোয়াড়রা এই প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা গৌতম মন্ডল এবং তাহার টিম তাছাড়াও সিপিটি উদ্যোগে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করতে পারে তারা। হলদিয়া ডক ইনস্টিটিউট এইচডিসি সমর্থন করেন এই প্রতিযোগিতা করার জন্য। এই প্রতিযোগিতা বাইশে ডিসেম্বর অর্থাৎ আজকেরই অনুষ্ঠিত হয়েছে হলদিয়া টাউনশিপ ভানু বেবি ঘোষ অডিটোরিয়াম হলে। এনাদের প্রচেষ্টায় হলদিয়ার বুকে অল ইন্ডিয়া ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছেলেমেয়েদের মন ভালো থাকার জন্য এবং শরীর সুস্থ থাকার জন্য ক্যারাটে শেখা আবিশ্বিক প্রয়োজন এমনটাই জানান অভিভাবকেরা এবং হলদিয়ার বুকে এসে তারা আপ্লুত হন।। আগামী দিনে আরো কিছু বড় আশা করছে তারা। যাতে ছেলে মেয়েরা এমন একটি সেমিনারে আরো এগিয়ে যেতে পারে এবং ছোট ছেলেমেয়েরা বলছে তারা বড় দাদাদের দেখে কিছু শিখতে পারছে। তাদের এমন একটি সেমিনার প্রয়োজন ছিল এবং সেটা হলদিয়ার বুকে এই প্রথম হয়েছে তারা খুবই আনন্দিত।
No comments