ভারতীয় রেলের কর্মচারী ইউনিয়নের ভোটে লাল পার্টি জয়
বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক বামেরা। কিন্তু ভারতীয় রেলের কর্মচারী ইউনিয়নের ভোটে লাল পার্টি প্রভাবিত কর্মচারী সংগঠন নিজেদের আধিপত্য ধরে রাখল। একইভাবে কলকাতা মেট্রে…
ভারতীয় রেলের কর্মচারী ইউনিয়নের ভোটে লাল পার্টি জয়
বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক বামেরা। কিন্তু ভারতীয় রেলের কর্মচারী ইউনিয়নের ভোটে লাল পার্টি প্রভাবিত কর্মচারী সংগঠন নিজেদের আধিপত্য ধরে রাখল। একইভাবে কলকাতা মেট্রো রেলের ভোটে ফের একবার কর্মচারী ইউনিয়ন দখলে রাখল বাম প্রভাবিত মেট্রো রেলওয়েমেন’স ইউনিয়ন। গত ৪ ও ৫ ডিসেম্বর মেট্রো রেলের ইউনিয়ন গঠনের ভোট অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার তার ফল প্রকাশিত হয়েছে। সেখানে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস প্রভাবিত কর্মচারী ইউনিয়নকে হেলায় হারিয়েছে বাম প্রভাবিত কর্মচারী ইউনিয়ন। তবে রাজ্য-রাজনীতির মতোই মেট্রোর ভোটেও ‘সর্বহারা’দের রক্তক্ষরণ অব্যাহত। ২০১৩ সালের মেট্রোর ভোটে বাম প্রভাবিত কর্মী সংগঠন বৈধ ভোটের ৪৬ শতাংশ পেয়ে ইউনিয়ন দখল করেছিল। এবার তা সরাসরি ১০ শতাংশ কমে গিয়ে মেনস ইউনিয়নের প্রাপ্ত ভোটের হার দাঁড়িয়েছে ৩৬.৫১ শতাংশে। অন্যদিকে, বাংলায় রাম-বাম অঙ্কের প্রভাব পড়েছে মেট্রোর ভোটে। গতবার ভোটে বিজেপি প্রভাবিত কলকাতা মেট্রো রেলওয়ে কর্মচারী সঙ্ঘের জমানত বাজেয়াপ্ত হয়। বৈধ ভোটের মাত্র ১ শতাংশ পেয়েছিল গেরুয়া সমর্থিত কর্মী ইউনিয়ন। এবার তা একলাফে প্রায় বেড়ে হয়েছে ১১.৯৯ শতাংশ। এদিকে, রাজ্যের শাসক দল নিজেদের জমানায় পরপর দু’বার মেট্রো রেলে ইউনিয়ন গঠনে ব্যর্থ হল। তৃণমূল প্রভাবিত মেট্রো রেলওয়ে প্রগতিশীল কর্মচারী ইউনিয়ন এবার বৈধ ভোটের ৩২.৪৬ শতাংশ পেয়েছে। যদিও ইউনিয়ন দখলের অন্যতম শর্ত মোট বৈধ ভোটের অন্তত ৩৫ শতাংশ পেতেই হবে। ২০১৩ সালের মতো ফের একবার সেই ম্যাজিক ফিগার ছুঁতে পারল না জোড়াফুল শিবির।
No comments