Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাত বছরের নাবালিকা যৌন নির্যাতন, পাঁচ বছরের কারাদণ্ড সাজার ঘোষণা হলো আজ হলদিয়া মহকুমার আদালতে

সাত বছরের নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগে, পাঁচ বছরের কারাদণ্ড সাজার ঘোষণা হলো আজ হলদিয়া মহকুমার আদালতেচিপসের পলোহন দেখিয়ে সাত বছরের এক নাবালিকাকে এক দোকানদার যৌন নির্যাতন করে এবং গোপনাঙ্গে হাত দেয়। সেই ঘটনা হলদিয়া মহিলা মহিল…

 


সাত বছরের নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগে, পাঁচ বছরের কারাদণ্ড সাজার ঘোষণা হলো আজ হলদিয়া মহকুমার আদালতে

চিপসের পলোহন দেখিয়ে সাত বছরের এক নাবালিকাকে এক দোকানদার যৌন নির্যাতন করে এবং গোপনাঙ্গে হাত দেয়। সেই ঘটনা হলদিয়া মহিলা মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। ওই দোকানদারের নাম সঞ্জীব দাস তাকে গ্রেফতার করা হয়। এবং হলদিয়া আদালতে মামলা চলছিল। ৬ ডিসেম্বর শুক্রবার হলদিয়া আদালতে সাজা ঘোষণা করা হয়। পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা রায় দিল হলদিয়া মহকুমার আদালত।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/aDPOPLVy8lY


সরকারি আইনজীবী অরবিন্দ মাইতি তিনি জানায় গত ২৬ এপ্রিল ২০২২ সালে সন্ধ্যায় হলদিয়া মহিলা থানার অন্তর্গত শালুকখালী  এলাকায় সাত বছর এক নাবালিকা দোকানে গিয়েছিল। ওই দোকানদার চিপসের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে এবং গোপনাঙ্গে হাত দেয়। হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে ওই দোকানদার সঞ্জীব দাস কে হলদিয়া শালুকখালি  এলাকা  থেকে পুলিশ  গ্রেফতার করে।এই মামলায় নয় জনে সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ ৬ ডিসেম্বর ২০২৪ হলদিয়া মহকুমার আদালতে বিচারক অঞ্জন কুমার সরকার পাঁচ বছরে কারাদণ্ড এবং  ৫০০০ টাকা জরিয়ানা রায়দেন।

No comments