দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করে খুলনা বিভাগের উন্নয়ন করতে হবে: আলী আজগর লবী
সৈয়দ খায়রুল আলম, চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদে…
দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করে খুলনা বিভাগের উন্নয়ন করতে হবে: আলী আজগর লবী
সৈয়দ খায়রুল আলম, চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে বলে জানিয়েছেন খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর লবী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২৪) সন্ধ্যা ৭ টায় রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে খুলনা বিভাগীয় সমিতি ঢাকার উদ্যোগে মিলনমেলা ও নৈশভোজের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন পদ্মার ওপার ১০ টি জেলা-খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডঙ্গা জেলার ঢাকায় বসবাসকারী অধিবাসীদের মধ্যে পারস্পারিক সোহার্দ্য-সম্প্রিতী, একে অপরের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি, ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে সখ্যতা গড়ে তুলে সুখে-দুঃখে সহযোগিতার মনোভাব নিয়ে আগামীর পথে এগিয়ে চলার জন্য প্রতিষ্টিত খুলনা বিভাগীয় সমিতি ঢাকা” এখন অনন্য উচ্চতায় সমাসীন। সাবেক সচিব কেএম নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলহাজ্ব আলী আজগর লবী, স্বাগত বক্তব্য রাখেন মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠানের আহবায়ক মোঃ রিপন তরফদার নিয়াম, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সমিতির সম্মানিত আজীবন সদস্য ড. মোহাম্মদ বিল্লাল হোসেন খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব,সমিতির সম্মানিত আজীবন সদস্য, মো: আশরাফ হোসেন,শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানজিলা খানম,যুগ্ম মহাসচিব লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ), সমিতির সহ-সভাপতি সাবেক জজ মো: লুৎফর রহমান,ইসলামিক টিভির ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব:) ফরিদুল আকবর,গাজী টিভির এক্সিকিউটিভ প্রডিউসার ডঃ মোহাম্মদ বাইজিদ মোড়ল, লায়ন জিএম হাফিজুর রহমান,খুলনা বিভাগীয় সমিতির আজীবন সদস্য, পাচারের শিকার মানব উদ্ধার সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম
বক্তব্য রাখেন।
এ ছাড়াও বক্তব্য রাখেন বৃহত্তর খুলনা সমিতি ঢাকার” সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা,বাংলাদেশ ওয়ার্ড মাস্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল গফুর,দেশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম,ব্রাইট টেকনোলজি হোম লিমিটেডের নাসিরুল ইসলাম,আলহাজ্ব লায়ন মো: মাসুদুর রহমান, সমিতির সহ-সভাপতি লায়ন শেখ মোস্তাফিজুর রহমান,মিজানুর রহমান মিজু,সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম মুস্তাফিজুর রহমান,যুগ্ম মহাসচিব লায়ন খান রবিউল ইসলাম রবি, সিনিয়র সাংবাদিক মনজুরুল ইশা, সম্মানিত সদস্য সাংবাদিক আবু হেনা মুক্তি।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের তত্ত্বাবধায়ক এহসান,গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের সুপারেন্টেনডেন্ট এবং সমিতির সম্মানিত সদস্য মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাহাত মুসলেমিন,আব্দুস সালাম,শহীদুল ইসলাম,লায়ন শাহেদ হোসেন,এসকে জামান,অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান,বাংলা সিটি (পিএলসি) পরিচালক মোহাম্মদ শাহজাহান,বিসিপি এম আনিসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের নৈশভোজ শেষে সাংস্কৃতিক মেলবন্ধনে সংগীত পরিবেশন করেন শিল্পী খানম,আবৃত্তি করেন মিস চুমকি প্রমুখ।
No comments