৩রা ডিসেম্বর ৩৩-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
৩রা ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার ৩৩-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের উদ্যোগে সারাদিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তারই প্রাক্কাল…
৩রা ডিসেম্বর ৩৩-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
৩রা ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার ৩৩-তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের উদ্যোগে সারাদিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । তারই প্রাক্কালে ১লা ডিসেম্বর এই উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, প্রতিবন্ধকতা যুক্ত মানুষের প্রতি আমাদের করুণা নয়, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে এবং তাদের সুষ্ঠুভাবে বাঁচার জন্য আরো কি কি প্রয়োজন, সেই সব প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই সমস্ত মানুষদের যে মৌলিক চাহিদা - খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার ব্যবস্থা, তা করতে হবে। এই নিয়ে তাঁরা সরকারের কাছে দাবিও জানাবেন বলে তিনি জানান।
এই উপলক্ষে আগামীকাল বাসুদেবপুরে সকালে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। প্রায় দেড় হাজার মানুষ শোভাযাত্রায় অংশ নেবেন। তাদের জন্য বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের স্বরোজগার মেলা ও কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়াও এই ধরনের ব্যক্তিদের সনাক্তকরণ শিবির, শংসাপত্র প্রদানও এই অনুষ্ঠানে করা হবে। এই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, হলদিয়া রিফাইনারি - সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে চোখের চিকিৎসার জন্য এই আশ্রমকে পাঁচটি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে বলেও তিনি জানান। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সহায়ক সরঞ্জাম, শীতবস্ত্র ও ফলের চারা প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকালের অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের মেদিনীপুর শাখার সচিব শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দজী মহারাজ, ভারত সেবা সেবাশ্রম সংঘ মহিষাদল এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্রহ্মচারী গৌতম আনন্দজী মহারাজ, জেলাশাসক পূর্ণেন্দু মাজি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অতনু সান্যাল, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, হলদিয়া পেট্রোকেমিক্যালস্ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় ভাটনগর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত থাকবেন।
No comments