রামনগরে আইনি সচেতনতা শিবির পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা!
রামনগরে আইনি সচেতনতা শিবির পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা।পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের দেপাল পঞ্চায়েত…
রামনগরে আইনি সচেতনতা শিবির পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা!
রামনগরে আইনি সচেতনতা শিবির পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা।
পূর্ব মেদিনীপুর জেলা রামনগর বিধানসভার রামনগর ২ ব্লকের দেপাল পঞ্চায়েতের সভা কক্ষে পূর্ব মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই আইনি সচেতনতা শিবিরে বিভিন্ন প্রকার পরিষেবা পাবেন যেমন উকিল বাবুর ফি বা পরিশ্রম এই কর্তৃপক্ষ বহন করবে। মামলার যাবতীয় কোর্তি প্রসেস ফি পেপারবুক তৈরির খরচ এ কর্তৃপক্ষ বহন করবে। মামলার আর্জি জবাক ও আপেলের সব রকম কাগজ প্রস্তুতির যাবতীয় খরচ কর্তৃপক্ষ বহন করবে। আইয়ে ছাড়াও আর বিপদের সমস্যা থাকলে সালিশ করে বিবাদ মীমাংসার উদ্যোগ নেবেন ও ব্যবস্থা করবেন। আইনি পরামর্শ ফ্রিতে দেবেন।
এই পরিষেবা কারা পাবেন তপশিলি জাতি তফসিলি উপজাতি সদস্য সহ বিভিন্ন বিভাগের মানুষেরা। এই পরিষেবা পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন জেলা জর্জ আদালতে সরাসরি যোগাযোগ করতে পারেন। অথবা ০৩২২৮ ২৬৬ অথবা ০৩২২৮ ২৬৮ অথবা ৮৫ ৮৪ ৮৫ ৯৮ ৪৭ নাম্বারেও যোগাযোগ করতে পারেন এছাড়াও কাঁথি হলদিয়া বিভিন্ন জায়গায় কন্টাক নাম্বার পেয়ে যেতে পারেন। কাঁথির কন্টাক নাম্বার হল ৯১৪৭০৮ ৭৪২৭ এবং হলদিয়ার ৯১৪৭০৮৭৪২৪।
কারো বিস্তারিত জানার জন্য যে কোন নাম্বারে ফোন করে আইন সচেতনতা বিষয়ে জানতে পারেন।
No comments