প্রফুল্লচন্দ্র ঘোষ দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)১) বঙ্গভঙ্গ আন্দোলনে কাটলে দাগ বাঙালি মনে।২)সন্ত্রাস থেকে দাঙ্গা রোধে তিনি চাঙ্গা।৩) অহিংস আন্দোলন তাতেই তাঁর পড়ে মন।৪…
প্রফুল্লচন্দ্র ঘোষ
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
১) বঙ্গভঙ্গ আন্দোলনে
কাটলে দাগ বাঙালি মনে।
২)সন্ত্রাস থেকে দাঙ্গা
রোধে তিনি চাঙ্গা।
৩) অহিংস আন্দোলন
তাতেই তাঁর পড়ে মন।
৪) সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়
দেখি প্রফুল্লের ভূমিকায়।
৫)সংগ্রামী নেতা আপোষহীন
আজকে হয়েছে বিলীন।
৬) জোড়াসাঁকোর উচ্ছেদ অভিযানে
প্রফুল্ল কে ভীষণ টানে।
৭) কালোবাজারি, মজুতদারি
বন্ধে আইন দরকারি।
৮) প্রথম মুখ্যমন্ত্রী বাংলার
মনে পড়ে বারংবার।
৯) মুখ্যমন্ত্রী প্রফুল্ল
তোমার কর্মে উৎফুল্ল।
১০) মুখ্যমন্ত্রী তিন বার
এতেই মোদের অহংকার।
১১)জন্ম তোমার ঢাকাতে
থেকো ভালোবাসাতে।
১২) স্বাধীনতার আন্দোলনে
প্রফুল্ল ঘোষ থাকবে মনে।
১৩)অভয় আশ্রম নির্মাণ
ভরে বাঙালির মন প্রাণ।
১৪) দেশের জন্য কারাবরণ
স্পর্শ করি তোমার চরণ।
১৫) গান্ধীবাদী আজীবন
অহিংসাতে করলে পণ।
১৬) গান্ধীবাদী চিরকাল
হৃদয়ে থেকো বহু সাল।
১৭)লিখে গেলেন কত বই
দেখে তোমায় স্তম্ভিত হই।
১৮) সততার মূর্ত প্রতীক
গান্ধী আদর্শে তুমিই ঠিক।
১৯বংলা মায়ের সুসন্তান
হৃদয় দিয়ে কাছে টান।
২০)এই বাংলার ঘরে ঘরে
প্রফুল্লকেই মনে পড়ে।
২১) প্রফুল্লচন্দ্র কে স্মরণ করি
শ্রদ্ধা স্মরণে তুলে ধরি।
২২) প্রফুল্ল ঘোষ স্মরণে
প্রণাম জানাই চরণে।
No comments