মন্দারমণি এবং সংলগ্ন এলাকায় বেআইনি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট
মন্দারমণি এবং সংলগ্ন এলাকায় বেআইনি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ …
মন্দারমণি এবং সংলগ্ন এলাকায় বেআইনি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট
মন্দারমণি এবং সংলগ্ন এলাকায় বেআইনি হোটেল, লজ, রিসর্ট এবং হোম স্টে ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। পরর্বতী শুনানি ১৭ জানুয়ারি। প্রসঙ্গত, ২০ নভেম্বর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী সমুদ্র সৈকত সংলগ্ন প্রায় ১৪০টি বেআইনি নির্মাণ ভাঙার নোটিস দিয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। ওই মামলার প্রাথমিক শুনানির পর ১৩ ডিসেম্বর পর্যন্ত জেলা প্রশাসনের ওই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি অমৃতা সিনহা। ওই স্থগিতাদেশের মেয়াদ মঙ্গলবার ফের বৃদ্ধি করল হাইকোর্ট।
No comments