আন্তর্জাতিক খো-খো আসরে তমলুক স্কুলের ছাত্রী বনশ্রী
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া আন্তর্জাতিক খো-খো আসরে এবার পূর্ব মেদিনীপুরের মেয়ে বনশ্রী সিংহ। তমলুকের বল্লুক বীণাপাণি গার্লস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী বনশ্রী জাতীয় দলের হয়ে এই খো-…
আন্তর্জাতিক খো-খো আসরে তমলুক স্কুলের ছাত্রী বনশ্রী
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া আন্তর্জাতিক খো-খো আসরে এবার পূর্ব মেদিনীপুরের মেয়ে বনশ্রী সিংহ। তমলুকের বল্লুক বীণাপাণি গার্লস হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী বনশ্রী জাতীয় দলের হয়ে এই খো-খো বিশ্বকাপ আসরে নিজের সেরা খেলোয়াড়ি দক্ষতা তুলে ধরতে প্রস্তুত। ১০ ডিসেম্বর দিল্লির ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে হতে চলেছে আন্তর্জাতিক খো-খো প্রতিযোগিতা। তাতে ২৪টি দেশ অংশগ্রহণ করছে। রাজ্যের হয়ে ১৩ বার ন্যাশনাল খেলা বনশ্রী এবার দেশের হয়ে আন্তর্জাতিক খো-খো প্রতিযোগিতার ময়দানে নামছেন। তাঁর কথায়, "আন্তর্জাতিক খো-খো প্রতিযোগিতার আসরে দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এখন একটাই লক্ষ্য, সাফল্য তুলে আনা।" বাবা উত্তম সিংহ বিহারে মিষ্টির দোকানের কারিগর। মা ইন্দ্রানী সিংহ বাড়ির কাজ নিয়ে থাকেন। বনশ্রীর এক দিদি এবং দুই ভাই রয়েছে। দারিদ্রতা থাকলেও লড়াইয়ের জন্য এককাট্টা এই কিশোরী। বল্লুক স্পোর্টস একাডেমির রামকৃষ্ণ মাইতির তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে অনুশীলন করছেন এই কিশোরী।
বর্তমানে বনশ্রী গুজরাত সাই অ্যাকাডেমিতে অনুশীলন করেন। প্রতিবছর স্কুল গেমসে তিনি জাতীয় স্তরের রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার সুবাদে বনশ্রীকে ইতিমধ্যেই সংবর্ধনা জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলাবিদ্যালয় ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক রজত কুমার বেরা এবং হলদিয়া মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার তরফে চন্দন কুমার পণ্ডা। পূর্ব মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শুভাশিস মিত্র বনশ্রীর এহেন সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, "আমাদের জেলার শুধু নয়, আমাদের রাজ্যের মেয়ে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক স্তরের খেলায় তার সেরা দক্ষতা তুলে ধরবেন। এটা আমাদের অহংকার। আমরা আনন্দিত।"
বনশ্রীর কোচ রামকৃষ্ণ মাইতি জানিয়েছেন, "খুব দক্ষ খেলোয়াড় বনশ্রী। খো-খো'তে রানার পজিশনে ওর দারুণ সাফল্য দেখে এসেছি এতদিন। আশা করি আন্তর্জাতিক স্তরেও ভালো দক্ষতা দেখাবে।" মহারাষ্ট্রের নামি খো-খো খেলোয়াড় রামজি কেশবের ভক্ত পূর্ব মেদিনীপুরের এই দশম শ্রেণির এই খেলোয়াড়। পড়াশোনার পাশাপাশি আগামিদিনে খো-খো নিয়েই বড় হতে চান। তাঁর এই সাফল্যে খুশি পূর্ব মেদিনীপুর জেলার ক্রীড়ামহল।
No comments