Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে লক্ষ্মণ শেঠের বাড়িতে ই ডি প্রতিনিধিদল বিভিন্ন জায়গায় চলল তল্লাশি

হলদিয়াতে ই ডি প্রতিনিধিদল বিভিন্ন জায়গায় চলল তল্লাশিসিপিআইএমের প্রাক্তন  সাংসদ বর্তমান কংগ্রেসের প্রদেশের সহ-সভাপতি লক্ষ্মণ শেঠের বাড়িতে ইডি তল্লাশি শুরু হয়েছে। মেডিকেল তথা ডাক্তারি পরীক্ষা দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগে…

 



হলদিয়াতে ই ডি প্রতিনিধিদল বিভিন্ন জায়গায় চলল তল্লাশি

সিপিআইএমের প্রাক্তন  সাংসদ বর্তমান কংগ্রেসের প্রদেশের সহ-সভাপতি লক্ষ্মণ শেঠের বাড়িতে ইডি তল্লাশি শুরু হয়েছে। মেডিকেল তথা ডাক্তারি পরীক্ষা দুর্নীতির অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে এদিন  শুরু হয়েছে তল্লাশি। 

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/iTx0_I1RVuM


সল্টলেকের পাশাপাশি হলদিয়াতে ও চলছে ইডির তল্লাশি মঙ্গলবার ৩ রা ডিসেম্বর সকালে প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান  রাজনৈতিক লক্ষ্মণ শেঠের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা অঙ্গীকার নামে একটি বাড়িতে।

সূত্রে জানা গেছে স্বাস্থ্য সংক্রান্ত দুর্নীতি মামলা এই তল্লাশি চালানো হচ্ছে শুধু তার বাড়িতে নয় তার তৈরি বেসরকারি হাসপাতাল আই কেয়ার এর তল্লাশি চালানো হচ্ছে।

ডাক্তারিতে এনআরআই কোটা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। ইডি র কাছে সেই অভিযোগ জমা পরার পর শুরু হয় তদন্ত। আর সেই তদন্তের সূত্র ধরেই এদিন রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। রাজ্যের একাধিক বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে এই অভিযোগে তালিকায় তার মধ্যে অন্যতম লক্ষ্মণ শেঠের  এই কলেজ। বাম আমলে সিপিএমের দাপুটে নেতা লক্ষ্মণ শেঠ ছিলেন হলদিয়া জুড়ে তারা দাপটের কথা শোনা যেত। বাম জমানা শেষ হওয়ার পর দল বদল করেন তিনি । বর্তমানে প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি লক্ষণ শেঠ। 




No comments