Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

হেলমেট  নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের দিনের পর দিন বাড়ছে পথ দুর্ঘটনা। মৃত্যুর কবলে পড়ছে দুর্ঘটনাকারী আর সেজন্যই রাজ্য সরকারের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। বিশেষ করে দুই চাকা মোটরবাইকে মৃত্যু…

 




হেলমেট  নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য সরকারের 

দিনের পর দিন বাড়ছে পথ দুর্ঘটনা। মৃত্যুর কবলে পড়ছে দুর্ঘটনাকারী আর সেজন্যই রাজ্য সরকারের তরফ থেকে দুর্ঘটনা এড়াতে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। বিশেষ করে দুই চাকা মোটরবাইকে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে কোভিড এর পর থেকে গাড়ির সংখ্যা বেড়েছে। বেড়েছে মোটর চালিত সাইকেল এবং টোটো ইঞ্জিন ভ্যান। সুপ্রিম কোর্টের নিয়ম থাকা সত্বেও জাতীয় সড়কের উপর টোটো এবং অটো দৌরাত্ম বেড়েছে। তারি সাথে সাইকেলে মোটর লাগিয়ে চলছে এদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স না পাচ্ছে সরকারের রোড ট্যাক্স কিন্তু জাতীয় সড়কের উপরে চলছে অনায়াসেই। পথ নিরাপত্তা জোরদার করার কথা বার বার বলা সত্ত্বেও করানোপাত করেনি ঐ সকল মটর চালিত ভ্যান টোটো এবং সাইকেলে মোটর লাগানো। ন এই বিজ্ঞপ্তিতে পথনিরাপত্তা যোদ্ধার করা হচ্ছে? দিনের পর দিন কিন্তু দুর্ঘটনা আরো বেড়েছে। সে জন্যই হেলমেট নিয়ে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিলেন।

রাজ্য সরকারের তরফ থেকে পরিবহন দপ্তরে মন্ত্রীর স্নেহাশিস চক্রবতী ও মেয়র পুর মন্ত্রী ফিরাদ হাকিমের সহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানেই পথ নিরাপত্তা জোরদার করতে হেলমেট নির্ধারণের বিষয় সঠিক সিদ্ধান্ত হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী এবার থেকে নির্দিষ্ট মানদন্ডে হেলমেট পরতে হবে বাইক আরোহীদের। 

কি বলা হয়েছে যেই সরকারি বিজ্ঞপ্তিতে? সরকারি বিজ্ঞপ্তি অনুসারে পরিবহন দপ্তরের তরফ থেকে মোটর ভেহিকেলস এর নিয়মে কথা উল্লেখ করা বলা হয়েছে। এবার থেকে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস পরামর্শ অনুযায়ী ইন্ডিয়ান স্টেন্ডার ৪১৫১; ২০১৫ এই হেলমেট পরতে হবে প্রত্যেক বাইক আরোহী কে।

কেবলমাত্র কলকাতা নয় সারা রাজ্যে সর্বত্রই অবিলম্বে এই নিয়ম লাগু হবে বলে সূত্রে জানা গেছে, পাশাপাশি আরো বলা হয়েছে এই নির্দিষ্ট মানদণ্ডে হেলমেট না পরলে রাজ্য সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করবে।  এই বিষয়ে রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাসিশ চক্রবতী জানিয়েছেন রাস্তা চলাচলের সময়ই নির্দিষ্ট মানদণ্ডে হেলমেট পরলে দুর্ঘটনায় প্রাণহানি আশঙ্কা কমবে। সকলে সঠিকভাবে এই নিয়ম মানছে কিনা তা দেখতে পথ নিরাপত্তা নজরদারি বাড়ানো হবে বলে জানানো হয়েছে। উল্লেখযোগ্য বাইক বা স্কুটি দুই চাকার আরোহীদের ক্ষেত্রে বাধ্যতামূলক ৪ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের বর্তমানে হেলমেট পরাতে হবে।


No comments