Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রেলওয়ে কর্মচারীদের মধ্যে জনসংযোগ কর্মসূচি

রেলওয়ে কর্মচারীদের মধ্যে জনসংযোগ কর্মসূচি
দক্ষিণ পূর্ব রেলওয়ে মজদুর সংঘ কর্মকর্তাদের নেতৃত্বে সাঁতরাগাছি কর্মচারীদের মধ্যে জনসংযোগ কমসুচি রুপায়ন।।          ‌‌                        ‌‌       আগামী ৬ ও ৭ ই ডিসেম্বর রেলওয়ে ট্রেড…

 



রেলওয়ে কর্মচারীদের মধ্যে জনসংযোগ কর্মসূচি


দক্ষিণ পূর্ব রেলওয়ে মজদুর সংঘ কর্মকর্তাদের নেতৃত্বে সাঁতরাগাছি কর্মচারীদের মধ্যে জনসংযোগ কমসুচি রুপায়ন।।          ‌‌                        ‌‌       আগামী ৬ ও ৭ ই ডিসেম্বর রেলওয়ে ট্রেড ইউনিয়ন এর প্রতীক নির্বাচন ঘোষণা করেছে রেলওয়ে বোর্ড। দীর্ঘ সময় দক্ষিণ পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেস ও মেন্স ইউনিয়নের মান্যতা প্রাপ্ত অধিকার থাকা সত্ত্বেও সাধারণ রেলওয়ে শ্রমিক কর্মচারীদের জন্য সংগঠন জনমুখী কর্মসূচি রুপায়ন করতে ব্যার্থ হয়েছে,

 নিজস্ব পারিবারিক স্বজন পোষণ করেছেন। আগামী দিনে সনাতনী ভাবধারা শ্রমিক সংগঠনের অনূকুলে অনেকেই সমর্থন করতে চাইছেন, একবার নতুন করে সুযোগ দেবার মনস্থ করেছেন। নতুন পেনশন স্কিম চালু ও পে কমিশন ও বোনাসের আধুনিকরন সহ কর্মচারীদের কল্যাণে বহুমুখী প্রয়োজনীয় সুযোগ দেবার আবেদন এ ধারাবাহিক আপোষহীন আন্দোলন বিরলতম দৃষ্টান্ত স্থাপন করেছেন। খড়গপুর থেকে গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও সাঁতরাগাছি থেকে কর্মকর্তাদের সমন্বয়ে রেলওয়ে প্রতিটি বিভাগে আলোচনা করেন। আগামী দিনে সার্বিক উন্নয়নের জন্য ঐকান্তিক প্রচেষ্টায় শ্রমিক কর্মচারীদের জন্য সংগঠন লড়াই এর অঙ্গিকার বদ্ধ হন।

No comments